নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ হতে চাই

নির্বোধদের সাথে কখনো তর্ক করা উচিত না, তারা প্রথমে তোমাকে নিজেদের কাতারে নামিয়ে আনবে এবং তারপর তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাকে তর্কে পরাজিত করবে - মার্ক টোয়েন।

ভোরের বাতাস

টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে - তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। (কপি করা, কিন্তু কোথায় শুনেছি মনে নেই)

ভোরের বাতাস › বিস্তারিত পোস্টঃ

জল ও বাতাসের কাব্য

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

ভালোবাসা আমার জলের মতো, জুড়াবে তোমার প্রাণ।
মমতা তোমার বাতাসের জাল, অদৃশ্যে বেঁধেছে আমার এই জান।

ভালোবাসার শীতলতায় সিক্ত তুমি কিন্তু, দুহাতে তোমার তা ধরবে না।
মায়াবতী তুমি মাতাল করো আমায়, কিন্তু সেই স্পর্শ আমি ছুঁতে পারি না।

তুমি তাই বলো - দুহাতে নয়, ডুব সাঁতারে, তোমার গহীনে, যেয়ে তোমায় ধরবো।
আমি ও বলি - স্পর্শে তবে নয়, তোমার মাঝে বিলীন হয়ে, তোমাতে আমি মিশবো।

মায়া-ভালোবাসা, নাকি-ভালোবাসা মায়া, কিছুই তার জানি না।
শুধু জানি, তোমার আমার এই জল-বাতাসের খেলা কোনোদিন ও ফুরাবে না।

 

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.