নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.smartbuybd.com/

wants to represent my country positively...

ভোরম্যান-বিডি

দেশকে নিয়ে যেতে চাই সারা পৃথিবীর কাছে। জানাতে চাই আমরাও পারি। আমিই বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করবো সারা বিশ্বে ইতিবাচকভাবে knock for ur Social media marketing...SMP is designed to improve online branding, awareness and ROI

ভোরম্যান-বিডি › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী সমীপে - খোলা চিঠি

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

সারা বিশ্বে আমাদের পরিচিতি এক গ্রামীন ব্যাংক নিয়ে। যার আইডিয়া নিয়ে কাজ করছে বিশ্বের প্রায় ৪৩ টি দেশ। যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পেয়েছে এর প্রতিষ্ঠাতা ডঃ মুহম্মদ ইউনুস। এর ব্যপকতা সারা দেশ জুড়ে প্রায়। দেশের প্রায় ৮৩,২৫৩টি গ্রাম এর সুবিধাভোগি। যে মানুষগুলো কোনদিন সাধারন ব্যংকিংয়ের ধারে কাছে যেতে পারতো না তাদের নিয়ে যাওয়া হয়েছে ব্যাংকিং সুবিধার আওতায়। আর আমাদের গর্ব সেই ব্যাংকটিকে নাকি পল্লী বিদ্যতের আদলে ২১ টি ভাগে বিভক্ত করার সুপারিশ করা হয়েছে। এটি সত্যিই ভীষন দুঃখজনক।







জগতের প্রত্যেকটি জিনিসেই কিছু ভালো এবং খারাপ দিক থাকবে এটাই স্বাভাবিক। এর মাধ্যমে যেমন লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে কিংবা এর থেকে নেয়া লোন কাজে লাগিয়ে সফল হয়েছে ঠিক তেমনি অসংখ্য মানুষ লোনের টাকার অপব্যবহার বা সুষ্ঠু ব্যবহারের অভাবে হারিয়েছে তাদের সহায় সম্বল।

নিচে দেয়া হলো মহাদেশ অনুযায়ী গ্রামীন ব্যাংক আদলে গড়ে উঠা বিশ্বের অনেকগুলো দেশের তালিকা



এশিয়া প্যাসিফিক- বাংলাদেশ, চীন, পূর্ব তীমুর, ইন্দোনেশিয়া, ভারত,লেবানন, পাকিস্থান, ফিলিপিন, সৈদি আরব, ইয়েমেন।



নর্থ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা: বলিভিয়া, ডমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদোর, হাইতি, হন্ডুরাস, মেক্সিকো, পেরু এবং মার্কিন যুক্তরাষ্ট্র।



আফ্রিকা: ক্যামেরুন, মিশর, ইখিওপিয়া, ঘানা, মরক্কো, নাইজেরিয়া, রুয়ান্ডা, তিউনিশিয়া, উগান্ডা



এছাড়া ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে এই মডেলটি ষ্ট্র্যটেজিক্যালি ব্যবহার করা হচ্ছে। যেখানে সারা বিশ্ব এটিকে একটি মডেল হিসেবে নিয়েছে সেখানে সরকারের উচিত এটিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে এর উপর একটি দিকনির্দেষনামূলক আইন প্রণয়নের মাধ্যমে গ্রামীন ব্যাংককে সাধারন মানুষের আরো কাছে নিয়ে যাওয়া। অথচ সরকার যা করছে তা সত্যিই আমাদের জাতির জন্য দূর্ভাগ্যজনক। আশা করছি ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী অবশ্যই জাতির সম্মান এবং লাভের কথা ভেবে ইতিবাচক এবং গ্রহণযোগ্য কাজটি করবেন। সেক্ষেত্রে আগে যা হয়েছে তা ভুলে এর প্রতিষ্ঠাতা মুহম্মদ ইউনুসকে নিয়ে একসাথে এর পরিবর্তন এবং পরিমার্জন করবেন। যারা এর সাথে কখনোই যুক্ত ছিলেন না বা এর বিভিন্ন দিক নিয়ে ভালোভাবে জানেন না তাদের বাদ দিয়ে মুহাম্মদ ইউনুসকে সম্পৃক্ত করে গ্রামীন ব্যাংকে এগিয়ে নিতে সাহায্য করবেন। প্রত্যাশা করি গ্রামীন ব্যাংকই একদিন দারিদ্রতাকে দূর করবে। নাহয় নাইবা গেল সেটি যাদুঘরে তবু আরো কোটিখানেক লোককে তো দারিদ্রতার দুষ্টু চক্র থেকে মুক্তি দেবে। যদিও জানি আমার মতো অধমের এ লেখা বা এর কনটেন্সটুকু পেছৈাবে না প্রধানমন্ত্রীর মতো ব্যস্ত মানুষের কাছে তবু প্রত্যাশা তিনি নিশ্চয়ই দেশের স্বার্থটাকেই বড় করে দেখবেন। কারন তিনি নিজেই বলেছেন, "ব্যাক্তির চেয়ে দল বড় , আর দলের চেয়ে দেশ বড়"।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:১১

আমিনুর রহমান বলেছেন:



দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যাক্তি ও তাহার পেট বড় :P

২| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: মুহম্মদ ইউনুস ইউরোপ বা আমেরিকান কান্ট্রিতে জন্মালে সবাই তাকে মাথায় করে রাখত। আমরা করেছি তাকে চরম অপমান! লোকটার দুর্ভাগ্য যে তাকে আমাদের দেশে জন্ম নিতে হয়েছে।

৩| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৬

এইচ আর খান বলেছেন: একটি ভুল ডিসিশন সরকারের..। কিংবা পারসোনাল EGO problem!!!nothing else....we Hope govt will Rectify....lets hope for The best

৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:১৪

ভোরম্যান-বিডি বলেছেন: @ নাজিম ভাই: আপনি ঠিকই বলেছেন। এদেশে গুণীর কদর নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.