![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে নিয়ে যেতে চাই সারা পৃথিবীর কাছে। জানাতে চাই আমরাও পারি। আমিই বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করবো সারা বিশ্বে ইতিবাচকভাবে knock for ur Social media marketing...SMP is designed to improve online branding, awareness and ROI
সবার জন্য ইন্টারনেট। এমন শ্লোগান নিয়ে ইন্টারনেট জায়ান্ট গুগল নিয়ে আসছে তাদের নতুন প্রজেক্ট। যা সবার জন্য ইন্টারনেটকে সহজলভ্য করবে। এখন পর্যন্ত বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায়না। এরকম একটি সমস্যাকেই মাথায় রেখে তারা নিয়ে আসছে তাদের এ নতুন পদক্ষেপ। এটি মূলত বেলুন যা স্পেসের কাছাকাছি অবস্থানে থেকে সবার জন্য ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করবে। কেবলমাত্র শহরগুলোতেই নয় এটি প্রত্যন্ত অনচল, গ্রাম এবং রিমুট এরিয়াতেও ইন্টারনেট সুবিধা দেবে। পাশাপাশি আবহাওয়া কিংবা ডিজ্যাষ্টারের পরবর্তী সময় যখন শহরে ইন্টারনেট ব্যবস্থায় সমস্যা দেখা দেবে তখনও এই লুন দেবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা।
এটি কিভাবে কাজ করবে?
একটি বেলুন আনুমানিক ৪০ কিলোমিটার বিস্তৃত এলাকাতে ইন্টারনেট সুবিধা দিতে পারবে যার স্পীড হবে প্রায় ৩জি’র কাছাকাছি। বেলুনগুলি এন্টেনা সম্বলিত বিশেষ ধরনের রেডিও টেকনোলজি ব্যবহার করবে। এগুলোতে থাকবে আইএসএম ব্যন্ড(২.৪ এবং ৫.৮ গিগাহার্টজ ব্যান্ড)। বেলুনগুলো আশপাশের ২০ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরতে থাকবে তবে এতে কোথাও ইন্টারনেট স্পীড কম বা বেশী হবে না।
প্রজেক্ট লুনের এখন পরীক্ষামূলক ব্যবহার চলছে। গেল মাসে নিউজিল্যান্ডের দক্ষিন দ্বীপে শুরু হয়েছে এর পাইলট প্রজেক্ট। এখান থেকে পাওয়া ফিডব্যাককেই কাজে লাগানো হবে পরবর্তী পদক্ষেপে। যেখানে থাকবে সারা বিশ্বে ইন্টারনেট সহজলভ্য করার প্রক্রিয়া। হয়তো একদিন দেখা যাবে আমরা বান্দরবান বা পার্বত্য চট্রগ্রামে গিয়েও ৩জির গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তখন আর আমাদেরকে মোবাইলের ধীরগতির ইন্টারনেট কিংবা কোথাও কোথাও মোবাইলের নেটওয়ার্ক না থাকার আফসোস আর করতে হচ্ছে না। জয়তু গুগল। যারা ইন্টারনেট এবং গেজেটকে করেছে সহজলভ্য সাধারন্যের মাঝে।
©somewhere in net ltd.