নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিচ হাইকিং টেকনাফ থেকে কক্সবাজার হাঁটা! ছবি ব্লগ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

১৯৯৯ সাল প্রতিষ্ঠিত হওয়া ভ্রমণ বাংলাদেশ ২০০৯ সাল থেকে প্রতি বছর টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত বিচ হাইকিং আয়োজন করে। তিনদিনে প্রায় ৮৫ কিমি হাঁটা হয়ে থাকে। এরই কিছু ছবি আপনাদের দেখানোর প্রয়াস। কোন প্রশ্ন থাকলে করবেন উত্তর দেয়ার চেষ্টা করবো

ড্রাই ফুড সংগ্রহ।

পরিত্যাক্ত বাড়ি।

ক্যাম্প সাইট-০১

সেলফি হাঁটার ফাঁকে।

আমরা তাবুতে থাকি।

বামে মারুফ আর ডানে ফায়সাল মাঝে বাপ বেটা তিনজন
ইনানী ক্যাম্প সাইট-০২

সমুদ্রে শৈবাল পাথর

গ্রুপ ছবি

কায়াক

নির্জন সমুদ্রসৈকত

সোজা চল

বারবিকিউ

ছাত্র-শিক্ষক আর হাইকার

কখনো কখনো রাস্তায় হাঁচতে হয়।

ব্রিফিং ও পরিচয় পর্ব।

রেজু ব্রিজ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ যেখানে আমরা ক্যাম্পিং করি।

মাইল স্টোন ।

মৃত কাছিম।

বাবা-মা-ছেলে-মেয়ে। ডাক্তার রনি ৪বার হেঁটেছেন বিচ ধরে।

হাঁটা সর্ম্পূণকারী দল একটি।

হাঁটার ফাঁকে চা বিরতি।

মন্তব্য ১৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

সাজিদ উল হক আবির বলেছেন: খুবই সুন্দর! জীবনে পারলে একবার আপনাদের সঙ্গে হাঁটবো টেকনাফ থেকে কক্সবাজার!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকে হৃদয়ের অন্তঃস্থত থেকে আমন্ত্রন জানাচ্ছি।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৭

জোবাইর বলেছেন: ভালো একটি উদ্যোগ, চমৎকার অভিজ্ঞতা! এর পরের আয়োজনে ব্লগে আমন্ত্রন জানালে আমরাও শরীক হওয়ার চেষ্টা করবো।


"টেকনাফ থেকে কক্সবাজার বিচ হাইকিং" উল্লেখ করাতে মনে হচ্ছে আপনাদের হাঁটার পথটি হচ্ছে বেশিরভাগই সৈকত বা সমুদ্র উপকুল ধরে। ইউরোপের কয়েকটি দেশে আমার হাইকিং করার কিছু অভিজ্ঞতা আছে। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হাইকিংএর পথগুলো সাধারণত সমতল, পাহাড়, নদী/সাগরের উপকূল, প্রাকৃতিক ঐতিহ্য, মাঠ-প্রান্তর, জনপদ সবকিছুকে অন্তর্ভুক্ত করেই নির্বাচন করা হয়।

অর্থাৎ একজন পরিব্রাজক শতাধিক কিলোমিটার হাঁটার মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা পাবে এবং সেইসাথে প্রাকৃতিক বৈচিত্রতা উপভোগ করবে। একনাগাড়ে সমুদ্র উপকূল ধরে না হেঁটে আপনারাও এর সাথে বিকল্প কিছু রাস্তা বা পথ সন্নিবেশ করলে হাইকিং আরো বেশি উপভোগ্য হবে।

শুভেচ্ছা রইলো, ভালো থাকুন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০১১-২০১৪ পর্যন্ত অনেকবার এমন করেছি। বেশীরভাগই পাহাড়ে। সমুদ্র সৈকতে (মূলত কক্সবাজারে) করেছি মাত্র ২বার। তবে আমাদের উদ্দেশ্য ছিলো ফটোগ্রাফী।

এ বিষয়ে ভ্রমন বিষয়ক কয়েকটি ফেসবুক গ্রুপের সাহায্য নিয়েছি একাধিকবার। খুব সম্ভবত আপনারাও সেই তালিকায় ছিলেন। কারণ নামটি মনে পড়ছে।

বিরক্ত লাগতো স্থানীয় জনগন তাবু দেখলেই ভীড় জমাতো! এখনও কি এমন হয়?

আর একটা সমস্যা ছিলো, আমরা কি খাবো, কি করবো এসবের থেকে জনগনের উৎসাহ ছিলো আমরা টাট্টি কোথায় করবো এটা নিয়ে!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪০

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভালই অভিজ্ঞতা আছে আপনার। অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবিগুলো ++

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২১

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: পদাতিক চৌধুরী আপনাকে ধন্যবাদ

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২২

নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর সুন্দর ছবি। অপরূপ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ছবি দেখার জন্য ধন্যবাদ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৭

বিটপি বলেছেন: পাথড় বানান ভুল লিখেছেন। ঠিক করে নিয়েন
রেজু খাল ছাড়া আর কোন অবস্টাকল কি আছে, যার জন্য হাটার সময় বীচ ছেড়ে আসতে হয়?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ। রেজুখাল ছাড়াও জোয়ারের জন্য অনেক জায়গায় রাস্তায় উঠতে হয়।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: খুব ই সুন্দর। এরকম হেঁটে হেঁটে আমার ইচ্ছা দেশটা ঘুরে দেখি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: https://www.facebook.com/Babar.Unmad
বইটা পরতে পারেন। ভ্রমণ বাংলাদেশর কাওসারও হেঁটেছিল সারা বাংলাদেশ।

এখন যারা হাটে তাদের বিস্তারিত তথ্য পাবেন- Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.