নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
কালিম্পং ফটো ব্লগ পর্ব-২
কালিম্পং ফটো ব্লগ পর্ব- ৩ (শেষ পর্ব)
মিতা রায়, রুপালী ব্যাংকের ম্যানেজার (এসএসসি ৯৭ ব্যাচ), লেখক রবিউল হাসান খান মনা (এসএসসি ৯৬ ব্যাচ) সাদেক হোসেন সনি (এসএসসি ৯৫ ব্যাচ) আমরা তিনজন গিয়েছিলাম ভারতের শৈল শহর কালিম্পং ম্যারাথনে অংশ নিতে। তার কিছু ছবি দিয়ে এই ফটোব্লগ।
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকামিথ আমাদের সংবাদ।
রবিউল হাসান খান মনা ও মিতা ম্যারাথন চলাকালে একই ফ্রেমে।
ঢাকা সাইক্লিং ক্লাবের ব্যানার হাতে। ক্লাবের পক্ষ থেকে এই ম্যারাথনে অংশ নিয়েছিলাম।
ফিনিশিং লাইনে আমরা তিনজন।
লোকালদের সাথে আমরা।
২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১০
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ১৬ আগস্ট ২০১৯। সকাল ৬টায়
২| ২৪ শে জুন, ২০২২ সকাল ৭:০২
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ মূহূর্ত।
২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১০
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে জুন, ২০২২ দুপুর ২:০৭
লেখার খাতা বলেছেন: বেশ !
২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১১
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ লেখার খাতা
৪| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাদের অভিনন্দন। খরচ কি নিজেদের নাকি কোন প্রতিষ্ঠান দিয়েছে?
বাংলাদেশেও এই ধরণের ম্যারাথন হওয়া উচিত। কত কিলোমিটার দৌড়াতে হয়? শতকরা কতজন শেষ পর্যন্ত যায়?
২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:১৫
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সাড়ে চুয়াত্তর খরচ দিয়েছিল ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের শেখ বাহাউদ্দিন রিটু ভাই। বাংলাদেশে এখন প্রচুর ম্যারাথন হয়। আমরা ৫ কিমি ম্যারাথন করেছিলাম। সনি ১০ কিমি করেছিল। কালিম্পং ম্যারাথন প্রতিকি ম্যারাথন ছিল সচেতনতা তৈরির জন্য।
৫| ২৫ শে জুন, ২০২২ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২২ রাত ১:৩৯
অপু তানভীর বলেছেন: বাহ দারুন !
কবে হয়েছিলো এই ম্যারাথন ?