![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
কালিম্পং ফটো ব্লগ পর্ব-০১
কালিম্পং ফটো ব্লগ পর্ব-২
এলার্ম বাজার আগেই ঘুম থেক উঠে পরলাম। রেডি হয়ে হালকা স্ন্যাক্স খেয়ে নিলাম। এবার ম্যারাথন এর স্ট্যাটিং পয়েন্টে যাওয়ার পালা। যেয়ে প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন শেষ করে টিশার্ট নিলাম আর তারপর শুরু করলাম ওর্য়ামআপ। আয়োজকরা নির্দিষ্ট সময়ে শুরু করলো আয়োজন। বারবার তারা বাংলাদেশের অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানাচ্ছিল যা খুব ভাল লাগছিল। আমি আর মিতা ৫কিমি আর সনি ১০কিমি ম্যারাথনে অংশ নিলাম। শেষ করলাম ভালভাবে। শেষে অনেক স্থানীয় অংশগ্রহনকারী আমাদের সাথে ছবি তুললো। দারুনস্বাদের নাস্তা দিল তারা । এরপর সার্টিফিকেট নেয়ার পালা। লাইন ধরে সার্টিফিকেট নিলাম।
চলে এলাম হোটেলে। ফ্রেশ হয়ে গাড়ি ঠিক করলাম শহর ঘোরার জন্য। আজ আমি গাড়ি চালকের সাথে গাইড কারন কিছু দিন পূর্বে আমি ঘুরে গেছি কালিম্পং। এক এক ডেলো পার্ক, হনুমানটক ভিউ পয়েন্ট,ক্যাকটাস গার্ডেন,সিংহ বাহিনী মন্দির,গ্রাহাম’স হোম এন্ড স্কুল,বুদ্ধা স্ট্যাচু পার্ক। আমরা গিয়েছিলাম প্যারাগ্লাডিং এর জন্যও। কিন্তু সে আয়োজন ছিল বন্ধ। মিতার মন খারাপ ছিল তাই। সারাদিন কালিম্পং ঘোরা শেষ করে চলে গেলাম দার্জিলিং। সে গল্প না হয় আরেকদিন হবে।
৩০ শে জুন, ২০২২ রাত ৮:১৭
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ। চেস্টা করবো আরো ভাল কিছু করার।
২| ৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০
শেরজা তপন বলেছেন: কালিম্পং-এ গিয়ে রিসোর্টেই কাটিয়ে দিয়েছিলাম পুরো সময়।
ক্যাকটাস গার্ডেনের কথা জানা ছিলনা।
৩| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ ছবি।
৪| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: জানলাম। দেখলাম।
৫| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৫৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পরবর্তী পোষ্টে প্রতিটি ছবি সম্পর্কে দুকলম লিখে দিন। আরো ভালো লাগবে পড়তে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
লেখার খাতা বলেছেন: ৩ টি পর্বের ছবি ভাল ছিল।আরও ফটু ভ্লগ দিতে থাকেন।