![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
১. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: পেট্রাপোল Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India
{নোট: ভারতীয় দিক পেট্রাপোল থেকে কলকাতা শহর পর্যন্ত বাস (এসি/ ননিএসি বাস ৩-৫ ঘন্টায় কলকাতাতে নিয়ে যায়) ও ট্রেনের (সারাদিন ট্রেন আছে বনগাঁ স্টেশন থেকে। মাত্র দুই ঘন্টায় দমদম বা শিয়ালদহ স্টেশনে নামিয়ে দিবে ২০রুপিতে) ব্যবস্থা আছে। চাইলে ট্যাক্সিও ভাড়া করতে পারেন।
২. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
{নোট: শিলিগুড়ি, জলপাইগুড়ি নেপালে যেতে হলে এই বর্ডার ব্যবহার করা হয়। যদিও এখন পঞ্চগড় জেলার তেতুঁলিয়া বর্ডার যোগ হওয়াতে পথ অনেকটা কমে গেছে।
Indian side: চেংরাবান্ধা Changrabandha, Mekhaliganj, West Bengal, India
৩. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: আগরতলা Ramnagar, Agartala, Tripura, India
৪. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India
৫. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India
৬. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India
৭. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: গেদে Gede, Krishnanagar, West Benga, India
৮. বেলনি Land Port.
BD side: বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India
৯. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India
১০. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.
১১. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India
১২. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.
১৩. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোমার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India
১৪. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India
১৫. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India
১৬. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam
১৭. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.
১৮. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India
১৯. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India
২০. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura
২১. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India
Proposed Land Ports
1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal
2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur
২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০১
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভালো বলেছেন। এই পোস্টটাকে এডিট করে দেই।
২| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: জানলাম।
৩| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাদিদ বলেছেন: খুব ভালো পোস্ট। অনেকেই ধারনা পান না যে কোন পোর্ট দিয়ে কোথায় যাবেন। যদি সম্ভব হয় তাহলে এমন একটা পোস্ট দিয়েন।
আমার পরামর্শ কোন বর্ডার টুরিস্টদের জন্য ওপেন আছে তা উল্লেখ করে দিলে ভালো হয়। অনেকেই মনে করে থাকতে পারেন যে কোন পোর্ট দিয়েই টুরিস্ট ভারতে যেতে পারবেন; যেমন এই বোকা মানুষ আমি।
৪| ২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
এটিকে কপি-পেস্ট পোস্ট বলা চলে?
বাংলাদেশের স্থল বন্দর সমূহ
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৭
জাদিদ বলেছেন: খুব ভালো পোস্ট। অনেকেই ধারনা পান না যে কোন পোর্ট দিয়ে কোথায় যাবেন। যদি সম্ভব হয় তাহলে এমন একটা পোস্ট দিয়েন।