![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখী মানুষ। রাজনীতি ভালোলাগেনা।
এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা
আপনি মানুন আর না্ইবা মানুন আমি মানি।
পত্রিকার শিরোনাম, পাশের হার, এ প্লাসের সংখ্যা, সবইতো তাই বলে
পরীক্ষার ফলাফল এখন আশানুরুপ হয়না, হয় আশার চেয়ে অনেক বেশী।
কিসের কল্যানে হয় এসব?
কাকে সুবিধা দিতে অনলাইন অফলাইনে প্রশ্ন পাওয়া যায়?
সারারাত জেগে স্কুল কলেজের শিক্ষক প্রশ্ন সমাধান বের করেন
কার ইশারায়?
এভাবেই তিল তিল করে এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা
কিন্তু কোনদিকে? ধ্বংস না মুক্তির দিকে?
চিত্র বলে ধ্বংসের দিকে ধেয়ে যাচ্ছে শিক্ষা
তাহলে কি মেধার স্ফুরন হচ্ছে নাকি মেধাদাহ?
কোনটা বলবেন আপনি?
নিরবে দাহ হচ্ছে মেধা
শিক্ষাকে চিতায় তুলে প্রশ্ন, নকল আর নাম্বারের ছড়াছড়িতে
মুখাগ্নি হচ্ছে। আর ভস্ম হচ্ছে মেধা, পুড়ছে স্বপ্ন, জ্বলছে ভবিষ্যত
এ শ্মশানে জ্বলবে জাতিও একদিন।
©somewhere in net ltd.