![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনি একদিন বলেছিল ভালবাসি। সুবর্ণ সময়ের অপেক্ষায় ছিলাম। শেষ বোশেখের ফুল তুলে মেলার যাত্রীক হয়ে- পিছু ফেরা হয়নি আর। ‘সব ঠিক আছে’ শব্দগুলো বাক্য গঠন করেছিল একসময়। প্রতিশ্রুত শব্দের প্রতিদানের জন্য শূন্যতায় ঘর বাঁধি নিরবধি।
বিজোড় সংখ্যার আড়ালে ঢাকা পড়ে ভালোবাসার পোয়াতি অথবা যৈবতী শোন পদ্যের বক্তব্য। স্বজনদের নষ্ট সময় এখন.. স্বভাব’র বুকে ক্ষত হয়ে আছে। প্রচলন ডানে রেখে বায়ের পাতায় নজর রাখি। এখন সে গোপন কবিতার গোপন আস্তরণ হয়ে বসে আছে মনে। সুন্দরের আলোক-মায়া স্মরণে।
একহারা গড়নের প্রিয়জনের জন্য অনাবাসী কবিতা হাতে দাঁড়িয়ে- চিরবসন্তে চিরদিন। যে পথ গিয়েছে মিশে অমলিন স্মৃতির কুঠি অবধি।
©somewhere in net ltd.