![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার মাঠ থেকে অদ্য শ্রম ঢেলে যে কৃষক জোয়াল কাঁধে ঘরে ফিরে..
ক্ষেত-কৃষির জমিনে দুপুরের ডাইক ভেঙে চালায় লাঙলের ফলা। মাটির দলা ভাঙে নিড়ানী। ভৌগলিক সীমারেখা বহাল রেখে ফলন সুখে মাতে। অনতিদূর, গ্রামের পর গ্রাম ঘিরে বোরো চাষের চাষী। গ্রামীণ বধূয়া কাজ শেষে আছে বসে। সোয়ামী কখন আসে ঘরে। বেরিয়ে গেছে সেই শিশির ভেজা প্রাতে। আলনা থেকে আদর করে তার কাপড়গুলো টেনে নেয়। চুলায় বসানো উমলিগরম পানির তাপমাত্রা দেখে, দারুও নাড়ে। পরিশ্রমী প্রাণীগুলো তৃষ্ণায় চোখ বুজে। শস্য শ্যামল ভরা মাঠে ও মানচিত্র জুড়ে ফলাদির প্রান্তরে।
প্রিয় কৃষক -আপনার হাল বাওয়া মাটির গন্ধ, আমার সর্র্বোচ্চ দামে কেনা সুগন্ধী থেকেও দামি। সে আমি জানি এবং জানেন অর্ন্তযামী।
©somewhere in net ltd.