![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অক্ষাংশের যে অংশে দাঁড়িয়েছি - অত্রস্থানে অধীর হয়ে থাকে অতিসর্গ করা দ্রোহীর দ্রোহ। অগ্র পশ্চাতের অনুমোদিত প্রতিনিধি হয়ে কাব্যমালা আবর্তন করে, পৃথিবী নামক গ্রহের চারপাশে। দ্রাঘিমাংশ তাড়িয়ে বেড়ায় মৃত্যুর কাছাকাছি বসত করা উত্তরপুরুষ -যে শুয়েছিল পূর্বপুরুষের পাশে। সে এক শীতের রাতে। আটকে যাওয়া নিঃশ্বাসের বেপরওয়া তীব্রতায় অস্থির করে তুলেছিল। শেষ পর্যন্ত বেঁচে থাকার সুখের প্রলেপ শরীর মুড়ে দেয়।
অবরুদ্ধ তন্ময়ে অদৃশ্য হাতে চোখের সামনে মেলে ধরে সম্পর্কের খতিয়ান। প্রজন্ম’র চৌদ্দসিঁড়ি অস্পষ্টভাবে নেমে গেছে মাটির দৈর্ঘ্য। নাকি দৃষ্টি বিভ্রম? সিঁরদাড়ায় হিমশীতল স্রোত নেমে গেলও বাঁচতে চাই। অসমাপ্ত কার্য সম্পন্ন করার অধিকারবলে -বাঁচতে চাই। জীবনের প্রয়োজনে, জেগে উঠে শোণিত দ্রোহ। নিপীড়িত স্বজন - তুমি হাত বাড়াও। মৃত্যুর হাত ধরে প্রতিবাদী কন্ঠ ধর। নিপীড়িত মানুষের জন্য সেথায় যাদের আমৃত্যু দেহ।
অক্ষাংশের যে অংশে দাঁড়িয়েছি, অত্রস্থানে অধীর হয়ে থাকে অতিসর্গ করা দ্রোহীর দ্রোহ..
©somewhere in net ltd.