নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ালি মাহমুদ

সম্পাদক, লোকন লিটলম্যাগ। [email protected]

ওয়ালি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অবিচ্ছিন্ন পঙতি

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৫৮


সমুদ্দুরে, ঢেউ সমুদ্দুরের। সংখ্যা ভেঙ্গে তীর ভাঙ্গে, আছড়ে পড়ে সীমানায়। হাত ধরে বসো পাশে, অদূরেই আমি আছি ঐ - বঙ্গপো মোহনায়। সাহারা মরু যদি হতো ওপারে; বলতাম -ও সাগর, তুমি বাংলা ছোঁয়া জলরাশি। প্রিয় কাঁদছে বসি, স্নাত করো এক পশরে ভরে দাও কানায় কানায়। মনে রাখো মন, হাতে রাখ হাত। মঙ্গল যা কিছু সকল; হৃদয়ে প্লাবিত হোক।

যারে বাঁধতে পার শিকল বাঁধনে হাজার বার। তবু সে থেকে যাবে পর। হৃদয়ের কাননে না বাঁধলে কেহ হবেনা আপনার। আহ্! চোখের জল ফেলনা, কান্না ঢেলনা বুকে। ও মনে সুর তুলনা বিষণ্নতায় ধূঁকে। দুখের আলোয় কান্নাটা আজ বুঝি গেছে যে থেমে। মনের রং মরে গেলে, হৃদয় বুঝি ওঠে ঘেমে। স্বপ্ন নয়, কষ্ট নয়, নয়তো দীর্ঘশ্বাস। ওখানে তোমার অঙ্গনও জুড়ে রয়েছে যে বিমূর্ত অবকাশ। অনিবার্য নিয়তি বেঁধে রাখে গহীন সূতোয়। যার সনে যার ঠিক হয়ে আছে জোড়ায় জোড়ায়।

বেঁচে থাক অনাদি বছর, মায়া মমতার বাঁধনে বেঁধে -বেড়ে উঠুক ঘর। ভাল থেকো, সুখে থেকো। সারাটা জীবন জড়িয়ে রেখো। যে মানুষ বলবে এসে, আমার সব জানা। আমি তো তাঁর, ভালবাসিবার -শুধুই একজনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.