![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতিপয় মানুষ নির্জনতার বিরুদ্ধে অর্জনকে ঢালে। ত.. বেদ জহুরে সুর তুলেন -মরমি’র। অস্থিত্বের সজ্জিত ঝংকারে মর্মবেদনা গলে। নাগরী হরফে খোদিত যার সবটুকুই কবি’র। যুগের কন্ঠ ফিরে অপমৃত্যুর উপত্যকা ঘিরে। মহাকালের বিশাল ছাড়ে বেড়েছে বাড়। ভাঙন ধরেছে ভূগর্ভস্থ এলপাইড প্লেটের শিরে। তবুও লোকন’র নৌকায় আরকুম শাহ বেয়ে যান - দাঁড়।
আমার কানে বাজে জনকের গান। চন্দ্রবিন্দুসহ পঞ্চাশটি বর্ণ দিয়েছে আমারে কূল। জননী জানিয়ে দিল -জন্মের মান। যেখানে মাটি হাতে দাঁড়ানো এক চতুর্থাংশ স্থল। অনাবৃষ্টির জন্য মাঠি ফেটে চৌচির হয়। একমূটো অন্নের জন্য মারা যায় কংকালসার জীবন এক। ক্ষমতার মিছাল তুলে দেশটি -লিপ্সুদের চাপ সয়। তরফ, বিভোরে কষ্টে ভোগে, খোঁজেনা প্রান্তিক।
জাগ্রত কলম লিখে; আবেগকে মাটি দিছি নিপূন হাতে। ধূসর অসত্য-কে দলিত করে, সত্য লেগে থাকে সাথে।
©somewhere in net ltd.