নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সমাদৃত, মিথ্যা ধীকৃত

হলুদ মিডিয়ার অবাধ মিথ্যাচার প্লাবনে সত্যানুসন্ধানী অভিযাত্রী

ওয়ালী আশরাফ

ওয়ালী আশরাফ › বিস্তারিত পোস্টঃ

কেমনে লাশের উপর অনুষ্ঠান চালিয়ে নিতে পারে?

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

কেমনে লাশের উপর অনুষ্ঠান চালিয়ে নিতে পারে?

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে রোববার রাতে বক্তব্য রাখার একপর্যায়ে পড়ে যান কাইয়ুম চৌধুরী। মঞ্চেই মারা গেলেন কাইয়ুম চৌধুরী। আয়োজক এবং উচ্চাঙ্গ সঙ্গীত উপভোগে সমবেত দর্শকের সামনেই। না, এই শিল্পীর মঞ্চেই মৃত্যুতে মঞ্চের অনুষ্ঠান থেমে থাকেনি, থেমে থাকেনি প্রতিটি উচ্চাঙ্গ সঙ্গীত উপভোগ শেষে করতালি। একজন প্রখ্যাত অধ্যাপক আনিসুজ্জামান সাহেব বলেছেন " অনুষ্ঠান চলবে, জীবন যেভাবে চলে"।
এই হেয়ালিপনা প্রমান করে, এখনও এরা কত বড় নির্দয়। ফিলিফ হিউজেস মারা যাবার পর অস্ট্রেলিয়া টেস্ট পিছিয়ে দিয়েছে। অন্যান্য দেশের টেস্টে উইকেট প্রাপ্তির উদযাপন থেমে গেছে, এদেরই শিল্পী মঞ্চেই মারা গেলেন, এদের কোন সুহানুভূতি নেই। একজনের লাশের উপর অনুষ্ঠান চালিয়ে নিতে পারে কোন রকমের সৌজন্যবোধ বা মানবিকতার ধার না ঘেষেই! একজন কাইউম চৌধুরীর মৃত্যুতে এদের বরাদ্দ বড়জোর এক মিনিটের নীরবতা। তার পরের মিনিটে এরা সবাই সঙ্গীতবোদ্ধা, আয়োজক - কিন্তু মানুষ নয়।আসলে যেখানে নীতি নেই সেখানে অনুভুতিও নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.