নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসভ্য মিডিয়া , খালি এক দিক দেখো , দুই দিক দেখাইতে তোমাদের সমস্যা কি ?
৬ই ডিসেম্বর, শনিবার; দুইটা অনলাইন পত্রিকার রিপোর্ট ।
যশোরের আব্দুর রহমান কিছু একটা চালায় । তাঁর স্ত্রী লিপি বেগম ।
১.
প্রথম আলোতে লিখেছে , "রিকশা চালানো বন্ধ করে আব্দুর রহমান বাসায় ফিরে আসে, কিরণমালা অনুষ্ঠান দেখার জন্য । এ সময় তাঁর স্ত্রী তাঁকে বারবার কাজের জন্য বাইরে যেতে বললে সে যেতে রাজি হয় না । এ অবস্থায় দরজায় খিল দিয়ে আঘাত করেন এবং স্ত্রীও তাঁকে ধারালো বস্তু দিয়ে পালটা আঘাত করেন ... আব্দুর বলেন ... কিরণমালা তাঁর খুব প্রিয় সিরিয়াল ......"
পাঠক প্রতিক্রিয়াঃ আহ ! কি নিষ্ঠুর পুরুষ ! কাজ রেখে আসছো সিরিয়াল দেখতে ? বৌকে পিটাইছ , বৌও তোকে পিটাইছে , ঠিকই আছে !! (নারীবাদী গন্ধ হবে)
২.
বাংলা নিউজ২৪ এ লিখেছে , "আব্দুর রহমান অটোবাইক চালায় । বাসায় ফিরে দেখে তাঁর স্ত্রী লিপি "বোঝেনা সে বোঝেনা" সিরিয়াল দেখছে । আব্দুর রহমান ভাত দিতে বললে লিপি বলে , সিরিয়াল শেষ করে ভাত দেবে ...তারপর তাদের মাঝে হাতাহাতি ..."
পাঠক প্রতিক্রিয়াঃ এই মেয়ে গুলি সারাদিন সিরিয়াল দেখে ! বাসার কোন কাজই করেনা , ছি! ছি! কি বজ্জাত মেয়ে সব! ( পুরুষবাদী টেমপ্লেট)
দেশ ও জনস্বার্থে হিন্দি সিরিয়ালের চ্যানেল গুলো বন্ধ করা হোক।
এবং অবশ্যই অবশ্যই নারীবাদী প্রথম আলো এবং পুরুষবাদী বাংলানিউজ২৪ কে আসল খবর মিলিয়ে সম্পূর্নভাবে ছাপাতে বলা হোক । অসভ্য মিডিয়া , খালি এক দিক দেখো , দুই দিক দেখাইতে তোমাদের সমস্যা কি ?
©somewhere in net ltd.