নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সমাদৃত, মিথ্যা ধীকৃত

হলুদ মিডিয়ার অবাধ মিথ্যাচার প্লাবনে সত্যানুসন্ধানী অভিযাত্রী

ওয়ালী আশরাফ

ওয়ালী আশরাফ › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় বৈষম্যের বিলুপ্তী হোক!!!

২৫ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০৯

ঘটনা-১
গত ২৪ জুলাই
যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার রাতে একটি সিনেমা হলে এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও সাতজন আহত হয়েছে। পরে ওই শ্বেতাঙ্গ বন্দুকধারীও আত্মহত্যা করে। পুলিশ এর নাম প্রকাশ করেনি!

ঘটনা-২
গত ১৬ই জুলাই
এক বন্দুকধারীর গুলীতে ইউএস নেভী সেন্টারে ৫জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়। বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ! পুলিশের বরাতে তার নাম প্রকাশিত হয়েছে ইউসুফ আবদুল আজিজ।
যেহেতু মুসলিম নাম! তাই এর সাথে ইসলাম ধর্মকেও কাঠগড়ায় তোলা হয়েছে। চারিদিক থেকে মুসলিমদের কোনঠাসা করে রাখা হচ্ছে!

দু'ঘটনার বন্দুকধারী দু'জনই শ্বেতাঙ্গ, কিন্তু খ্রিষ্টান শ্বেতাঙ্গের জন্যে তার ধর্মকে কাঠগড়ায় তোলা হয়নি!!!!
শুধু মুসলিমের বেলাতেই যত চুলকানী!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনারা ঘটনা দেখেন, কিন্তু এটাকে এনালাইসিস করতে পারেন না; সিনেমা হলে গুলি করেছে যেই মানুষটি, তার উদ্দেশ্য ওরা বের করেছে; আর যেজন সৈন্য মেরেছে তার উদ্দেশ্যও ওরা বের করেছে; ২টি ঘটনায়ই মানুষ মরেছে; আলাদা কারণ, আলাদাভাবে হ্যান্ডলিং করবে তারা।

২ আমেরিকান মানুষ মেরেছে, সেটা আমেরিকানদের সমস্যা; কিন্তু আপনি সেটাকে সঠিকভাবে না বুঝে মুসলামানদের ও আমেরিকানদের আলাদাভাবে দেখছেন।

সমস্যাগুলো বুঝার চেস্টা করেন।

২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪

ওয়ালী আশরাফ বলেছেন: ইউসুফ আব্দুল আজিজ আমেরিকার নাগরিক!
সে মুসলিম আমেরকান!

আর অন্যান্য যে আমেরিকানরা ইসলাম গ্রহণ করেছে, তাদেরও তো ধর্মীয় বৈষম্যের শিকার হতে হয়!
এদের ব্যাপারে কি বলবেন?

৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

ওয়ালী আশরাফ বলেছেন: ইউসুফ আব্দুল আজিজ আমেরিকার নাগরিক!
সে মুসলিম আমেরকান!

আর অন্যান্য যে আমেরিকানরা ইসলাম গ্রহণ করেছে, তাদেরও তো ধর্মীয় বৈষম্যের শিকার হতে হয়!
এদের ব্যাপারে কি বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.