নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে যখন যেমন...।

ওয়ারা করিম

ওয়ারা করিম › বিস্তারিত পোস্টঃ

মিনিয়াপলিস স্কাইওয়ে

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্য মনে করতেই অনেকের মনে আসে কনকনে ঠান্ডা আর তুষারপাতের কথা। কিন্তু এই হিমশীতল স্টেটের মিনিয়াপলিস শহরে যে সারাবছর আরামসে বাসার বাইরে হেঁটে বেড়ানো যায়, তা আমরা ক'জন জানি?



আমার হাঁটাহাটি অনেক পছন্দ। কোথাও হেঁটে যাবার ব্যবস্থা থাকলে হেঁটে যেতেই চেষ্টা করি। প্রথম এসে মিনেসোটাতে সেন্ট ক্লাউড নামে যে শহরে ছিলাম সেখানে গ্রীষ্ম ছাড়া খুব একটা হাঁটতে পারতাম না ঠান্ডার কারণে। কিন্তু সবকিছু পাল্টে গেল মিনিয়াপলিসে এসে থাকবার সুবাদে।



ডাউনটাউন মিনিয়াপলিসে ৮ মাইল এলাকা জুড়ে আছে কাঁচ এবং ইস্পাতের তৈরী ফুটব্রীজ যেগুলো শহরের বিভিন্ন উঁচু স্থাপনাগুলোকে সংযুক্ত করেছে ফলে রাস্তায় না নেমেই আপনি যেতে পারছেন এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং। বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বিস্তৃত স্কাইওয়ে সিস্টেম।



ভিতরের নিয়ন্ত্রিত তাপমাত্রার কারণে বাইরের তাপমাত্রা যখন শূন্যেরও নীচে তখনও আপনি হালকা কাপড়ে বাসার বাইরে হাঁটাচলা করতে পারবেন এই স্কাইওয়ে ধরে। আমাদের এ্যাপার্টমেন্ট বিল্ডিংটি এই সিস্টেমের অংশ হবার কারণে পাতলা সোয়েটার আর জগিং করবার জুতো পরেই বাচ্চাকে নিয়ে হাঁটতে বের হয়ে যেতে পারি দিনের যে কোন সময়। বাচ্চাকেও পরাতে হয় না গাদা খানেক কাপড়।



আর কি নেই এই স্কাইওয়েতে? সাস্থ্য ক্লিনিক, দাঁতের, চোখের ডাক্তার, চুল কাটার সেলুন, ডিপার্টমেন্ট স্টোর, কাপড়ের দোকান, পোস্ট অফিস, ব্যাংক, মোবাইল ফোনের দোকান, অনেক অনেক রেস্টরেন্ট, কফি শপ আরও অনেক কিছু।এ যেন স্ট্রিট লেভেলের উপর ছোট্ট আরেকটি দুনিয়া!



প্রথম প্রথম যে কেউ হারিয়ে যেতে পারেন এই স্কাইওয়ের গোলকধাঁধায় কিন্তু চিন্তার কিছু নেই। পাওয়া যায় ম্যাপ। আর প্রযুক্তির এই দুনিয়ায়, মোবাইল ফোন এ্যাপও আছে আপনাকে স্কাইওয়েতে রাস্তা পেতে সাহায্য করতে।



আজকাল তাই বাইরে যত ফুট তুষারই পড়ুক না কেন মন-মেজাজ খারাপ হয় না ভেবে যে এই ঠান্ডায় কি করে বাইরে যাব!







মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৭

কালোপরী বলেছেন: :)

০৮ ই মে, ২০১৩ ভোর ৬:১১

ওয়ারা করিম বলেছেন: :)

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

আহসান২২ বলেছেন: ছবি কই? ছবি না দিলে এসব বর্ননা ভাল লাগে না।

০৮ ই মে, ২০১৩ ভোর ৬:১৩

ওয়ারা করিম বলেছেন: ছবির কথা মাথায় ছিল কিন্তু তোলা হয়নি। এর পর বাইরে গেলে তুলবো। ভাল থাকবেন :)

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৬

মিনেসোটা বলেছেন: চলে আসেন একদিন, চা কফি খেতে খেতে আইডিএস বিল্ডিং এ লোকজন দেখবেন

০৮ ই মে, ২০১৩ ভোর ৬:১৮

ওয়ারা করিম বলেছেন: আপনার অফিস ওখানে বুঝি? আইডিএস বিল্ডিং এ অনেক যাওয়া হয়। ওটা দিয়েই মেসি'স, স্যাকস আর টার্গেটে যাই। আমার মেয়েকে নিয়ে কারও সাথে গল্প করা যায়না। মোচড়ানো শুরু করে। হা: হা: হা: মজা লাগল, আপনিও মিনেসোটাতে থাকেন!

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৭

শোভন শামস বলেছেন: লিখে যান , ছবি দিলে ভাল লাগবে

দেশের বাইরের জীবন জানা এক নতুন অভিজ্ঞতা

০৮ ই মে, ২০১৩ ভোর ৬:২১

ওয়ারা করিম বলেছেন: ছবি দিলে লেখাটা আসলেই ভাল হতো। কত কষ্ট করে যে লিখলাম! ৭ মাসের পিচ্চিকে পাশে বসিয়ে লেখালিখি করতে অনেক কষ্ট...।

৫| ০৮ ই মে, ২০১৩ ভোর ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম + ভাল হইছে।ছবি হলে আর ও ভাল হতো

০৮ ই মে, ২০১৩ সকাল ৭:৫৯

ওয়ারা করিম বলেছেন: জ্বী, আসলেই হয়তো ছবি থাকলে লেখাটি পড়তে ভাল লাগত। এর পর যখন হাঁটতে বের হব, তখন ছবি তুলবো।

৬| ০৯ ই মে, ২০১৩ সকাল ৭:৩৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: বাহ, মজার তো! আপনি কি মিনিয়াপলিস থাকেন নাকি?

০৯ ই মে, ২০১৩ সকাল ৭:৪০

ওয়ারা করিম বলেছেন: জ্বী :)
সবাই ছবি দিতে বলছিল। আজকে ছবি তুলে আনলাম কিন্তু ছবি কিছুতেই আধাঘন্টা চেষ্টা করেও আপলোড করতে পারলাম না। স্ক্রিনটা ফ্রিজ করে যায় কেন যেন :(

৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ৭:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: সামু আপডেট করেছে বলে মনে হয় সব সিস্টেম ঠিকমত কাজ করছে না। আমার দুই ফ্রেন্ড এপ্রিলে মিনিয়াপলিস গিয়েছিল। বলেছিল যে, তখনও নাকি চারদিক বরফে সাদা হয়ে ছিল।

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ওয়ারা করিম বলেছেন: জ্বী, এবারের ওয়েদার বেশি খারাপ। মে মাসেও বরফ পড়লো! :(

৮| ১০ ই মে, ২০১৩ রাত ৮:২৩

মুনসী১৬১২ বলেছেন: আহা বিদেশ.........

১০ ই মে, ২০১৩ রাত ৯:০১

ওয়ারা করিম বলেছেন: শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.