নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধমন্ত্রীর ঘরে আপনাকে স্বাগতম! ব্লগ: https://www.blog.nahidsultan.xyz

যুদ্ধমন্ত্রী

Jack of all trades, master of none!

যুদ্ধমন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলা উইকিপিডিয়া - আসুন সবার সম্মিলিত প্রচেষ্ঠায় একটি পূর্ণাঙ্গ বাংলা বিশ্বকোষ গড়ে তুলি।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

প্রিয় সুধী, শুভেচ্ছা নেবেন। ভাষাভাষীর সংখ্যানুসারে বাংলা ভাষার অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে এবং প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি। আমরা এমন একটি ভাষায় কথা বলি যা আন্দোলনের মাধ্যমে আমাদের অর্জন করতে হয়েছে। তাই এই বাংলা ভাষায় কিছু করতে পারলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হয়। আমার অনেকেই অনেক জানা-অজানা এবং রহস্যময় বিষয় নিয়ে স্টাডি করি এবং বিভিন্ন ব্লগ সাইটের মাধ্যমে সেগুলোকে সবার সাথে শেয়ার করি। সুতরাং সবাইকে স্যালুট !!





উইকিপিডিয়া ও ব্লগে লেখা প্রকাশ করার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। বরং উইকিতে একাউন্ট না তৈরি করেই সম্পাদনা করা যায়। ব্লগে আমরা সাধারনত বিভিন্ন তথ্য পরিবেশন করার সাথে সাথে পাবলিককে বাড়তি বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন মসলাদার মন্তব্য জুড়ে দেই; উইকিপিডিয়ায় মসলাদার অংশটি বাদে শধুমাত্র তথ্যমূলক অংশটুকু যুক্ত করে দিতে হয়। ভাবতে মাঝে মাঝে অবাক লাগে ২৮৫টি ভাষায় পরিচালিত উইকিপিডিয়ার বাংলা চ্যাপ্টারের আবস্থা অন্যান্য ভাষার চেয়ে মারাত্বকভাবে করুণ। অথচ আমরাই সেই বীর বাঙালি ! জাতি যারা কিনা ২১শে ফেব্রুয়ারির দিন মুখে-শরীরে অ-আ আঁকাআঁকি করে অস্থির, ফেসবুক স্টেটাসে হোমপেইজ সয়লাব। অথচ যে টাইমটুকু ফেসবুকে ব্যায় করি তার কিছু টাইম উইকিপিডিয়ায় ব্যায় করলে এতোদিনে বাংলা উইকি সবার উপরে অবস্থান করতে পারত এবং বাংলা ভাষার উন্মোক্ত ও একমাত্র এই বিশ্বকোষটি এতোদিনে পূর্ণাঙ্গ হয়ে যেত।



মাঝে মাঝে দেখি কোন কোন মহা-মানীষী মহা উৎসাহের সাথে ব্যঙ্গ করে লিখেছেন, “উইকিতে অমুক তথ্যটি খুঁজতে গিয়ে দেখি সেখানে ভুলে ভরপুর”, বাক্যের শেষে আবার লুল সাইনটিও ব্যবহার করেছেন। সেইসব মনীষীদের উদ্দেশ্যে বিণীতভাবে বলতে চাই, আমি মনীষী নই, সর্বজান্তাও নই কিন্তু বাস্তব জীবনের কাজ শেষে যে টুকু সময় পাই কিছু লেখালেখি করে উইকিকে সম্বৃদ্ধ করার চেষ্ঠা করি। এতে আমার ও আমার মত যারা উইকিতে লেখেন তাদের ভুল কিছু হওয়া স্বাভাবিকই বটে। কারন এটি একটি উন্মোক্ত বিশ্বকোষ ও যে কেউই সম্পাদনা করতে পারে। সুতরাং ভুল ধরা পড়লে ব্যঙ্গ না করে আপনার উচিত ছিল ভুলটি সংশোধন করে দেওয়া কারণ যে টাইম নিয়ে আপনি ভুলটিকে ব্যঙ্গ করেছেন তার অর্ধেক টাইমেই সংশোধনের কাজটি হয়ে যেত। এতে উইকিও উদ্ধার পেত ও আমজনতাও কিছু সঠিক জিনিস শিখতে পারত।



উইকিপিডিয়ায় যে শুধু আর্টিকেল যুক্ত করেই অবদান রাখা যাবে এমন কোন কথা নেই। আপনি ইচ্ছে করলে আরো অনেকভাবে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। যেমন, আমদের দেশে অনেক ঐতিহাসিক স্থানেরই নিবন্ধ রয়েছে কিন্তু সেগুলোর উপর তেমন ছবি নেই, কপিরাইট সমস্যার কারনে আবার থাকলেও যুক্ত করা যাচ্ছে না। আমরা ভ্রমণে যাওয়ার সময় ব্যক্তিগত ক্যামেরা নিয়ে যাই সেই ছবিগুলো পিসিতে পড়েই থাকে তার চেয়ে একটু কষ্ঠ করে উইকিমিডিয়ার ছবি আপলোডের সাইট উইকিমিডিয়া কমন্সে (কমন্সের লিংক ) আপলোড করে দিলে সকলেই ছবিটি ব্যবহার ও স্থান সম্পর্কে ধারণা লাভ করবেন (উইকিপিডিয়ার মত কমন্সের প্রায় সকল ছবিই ফ্রি লাইসেন্সের আওতাভুক্ত)।



আর একটি কথা, উইকিপিডিয়ার সকল বিষয়বস্তু ফ্রি থাকার কারণে কোন ওয়েবসাইটের কপিরাইটকৃত লেখা যুক্ত করা যায় না এবং আপনি নির্ভরশীল উৎসের উদ্বৃতি দিয়ে নিজের ভাষায় তথ্যটি উপস্থাপন করতে পারেন। বর্তমানে বাংলা উকিতে নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন ৫২ হাজারের উপরে কিন্তু নিয়মিত সম্পাদক মাত্র ২৫-২৬ জন। আমরা ব্লগে বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় লিখে থাকি সেগুলো কষ্ট করে উইকিপিডিয়ায় যুক্ত করে দিলে বাংলার এই বিশ্বকোষটি আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় একদিন সকল ভাষার চেয়ে উপরে উঠে আসবে বলে আমার বিশ্বাস। (চলবে....)

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

নৈঋত বলেছেন: ভালো উদ্যোগ.।. আমাদের সোর্সেস ক্লাসে আমাদের উইকি আর্টিক্যাল লেখা শেখানো হয়েছিলো। আমরা লিখেছিলাম পুরান ঢাকার কিছু উল্লেখযোগ্য স্থান নিয়ে। তবে সেগুলো ইংলিশ এ ছিলো।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

যুদ্ধমন্ত্রী বলেছেন: ধন্যবাদ। ইংরেজি ও বাংলাসহ সকল ভাষার উইকি সম্পাদনার নিয়ম একই। শুধুমাত্র ভাষাগত পরিবর্তন বাদে। আমার কথা হলো, ইংরেজিতে থাকতে পারলে আমাদের নিজস্ব বিষয়সমূহের আর্টিকেল আমাদের নিজেদের ভাষায় কেন থাকতে পারবে না!

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

মোজাম্মেল97 বলেছেন: আজ সকালেই. আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি। আসলে আমি অবেক কিছু লিখতে চাই। বিশেষ করে আমার এলাকাটাকে সম্পূর্ণ রুপে তুলে ধরতে চাই। কিন্তু উইকিতে কি করে লিখতে হয় জানিনা। একটু বিস্তারিত জানাবেন।
আমার মেইল : [email protected]

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

যুদ্ধমন্ত্রী বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: শুনে ভালো লাগলো। আপনাকে উইকির ভূবনে স্বাগতম জানাই :) আমি আপনাকে মেইল করব। আপনি একটি একাউন্ট খুলে লিখতে পারেন বা একাউন্ট না তৈরি করেও লিখতে পারেন। টিউটোরিয়ালের জন্য এই লিংটি (Click This Link) পড়তে পারেন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একাউন্ট না খুলে কিভাবে লিখবো ? বিদেশি উইকির অনুবাদ লেখা যাবে ? বাংলা চলচ্চিত্রের উইকি কিভাবে লিখবো ভাই ? বলবেন ?

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৪

যুদ্ধমন্ত্রী বলেছেন: একাউন্ট না খুলে কিভাবে লিখবো ?

উত্তর: আপনি যদি নতুন কোন নিবন্ধ শুরু করতে চান তাহলে যে নামে নিবন্ধটি তৈরি করবেন সেই নাম উইকিপিডিয়া পাতার সবার উপরে ডান পাশে সার্চ বক্সে লিখে সার্চ করুন। যদি আপনার নিবন্ধটি পূর্বে থেকে থেকে থাকে তাহলে রেজাল্ট নীল দেখাবে কিন্তু যদি উইকিতে না থাকে তাহলে রেজাল্ট লাল দেখাবে। যেমন ধরুন, যুদ্ধমন্ত্রী নামে আপনি একটি আর্টিকেল লিখবেন তাহলে উইকির সার্চ বক্সে যুদ্ধমন্ত্রী দিয়ে সার্চ করলে দেখাবে "যুদ্ধমন্ত্রী" পাতাটি এই উইকিতে তৈরি করুন! যুদ্ধমন্ত্রী লাল দেখাচ্ছে তারমানে পাতাটি নেই। এবার লাল লিংকটিতে ক্লিক করলে একটি সম্পাদনা বক্স খুলবে। এবার লেখা শুরু করে দিন এবং লেখা শেষ হয়ে গেলে নিচের সংরক্ষণ বাটনটি চাপুন। তাহলেই আপনার তৈরি নিবন্ধ উইকিতে যুক্ত হয়ে গেল। আপনি যদি লেখা শেষে পরীক্ষা করে দেখতে চান লেখা ঠিক আছে কিনা তাহলে প্রাকদর্শন বোতামটি চাপুন এবং ঠিক থাকলে তারপর সংরক্ষণ বোতাম চাপুন। এছাড়া পূর্বে থেকেই তৈরি কোন নিবন্ধে সম্পাদনা করতে হলে উক্ত নিবন্ধ ওপেন করার পর দেখবেন উইকির সার্চ বক্সের বামে সম্পাদনা ট্যাব রয়েছে। সম্পাদনাতে ক্লিক করলেই সম্পাদনার বক্সটি ওপেন হবে, এরপর পূর্বের ন্যায় সংরক্ষণ করুন। তবে খেয়াল করবেন, যেন ভুলে পূর্বের সঠিক কোন অংশ বাতিল না হয়ে যায়।

বিদেশি উইকির অনুবাদ লেখা যাবে ?

উত্তর: অবশ্যই যাবে। তবে অনুবাদটি যেন বাংলায় হয়।

চলচ্চিত্রের উইকি কিভাবে লিখবো ভাই ?

উত্তর: নতুন নিবন্ধ লেখার নিয়ম সব একই। ভালো হয় যদি ইংরেজি উইকি থেকে চলচ্চিত্র বিষয়ক নিবন্ধগুলো বাংলায় অনুবাদ করে যুক্ত করেন।

আশাকরি, আপনাকে বাংলা উইকিতে দেখতে পারবো :)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর উদ্যোগ!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৬

যুদ্ধমন্ত্রী বলেছেন: উদ্যোগে আপনাকেও পাশে চাই B:-/

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি তাহলে ভাই সম্পাদনা শুরু করলাম ।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩

যুদ্ধমন্ত্রী বলেছেন: রকেটের গতিতে করতে পারেন। কোনো সমস্যা নাইক্যা। স্বাগতম :)

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: Click This Link ভাইয়া উপরের লিংকে যান , ওইখানে ফ্রিম্যানের সেকেন্ড প্যারা আমি সংযোগ করছি । এভাবে হবে ?

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫২

যুদ্ধমন্ত্রী বলেছেন: খুব ভালো হয়েছে। চালিয়ে যান। আমি আপনার লেখাটি জীবনী অনুচ্ছেদে দিয়ে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইকি সম্পাদনায় কোন সমস্যা আমাকে জানাতে ভুলবেন না।

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাইয়া আপনার মেইল এড্রেস টা দেয়া যাবে , তাহলে যোগাযোগ করা যাবে

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

যুদ্ধমন্ত্রী বলেছেন: [email protected]

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
পাশে থাকার চেষ্টা করবো অবশ্যই। :)

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

যুদ্ধমন্ত্রী বলেছেন: B-) B-) B-) B-)

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

মোজাম্মেল97 বলেছেন: ধন্যবাদ। আজ থেকেই কাজ শুরর।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

যুদ্ধমন্ত্রী বলেছেন: স্বাগতম উইকির ভূবনে :) কোন সমস্যা হলে জানাবেন।

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

ড. জেকিল বলেছেন: হাজার বছর পরেও কেউ খুঁজে আমার লিখা পড়বে, সত্যিই রোমাঞ্চকর ব্যাপার!!!!

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

যুদ্ধমন্ত্রী বলেছেন: কি আজিব ব্যপার-স্যাপার =p~ =p~ =p~

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো উদ্যোগ

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

যুদ্ধমন্ত্রী বলেছেন: আপনাকেও পাশে চাই :)

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: ঠিক@বাংলা ভাষার অবস্হা সেখানে করুণ।সম্পাদনার জন্য প্রোফাইল খুলেছি কিন্তু ঠিক করতে পারিনি।অনেকে উইকিপিডিয়ার সব তথ্যকে পরমসত্য হিসেবে ধরে নেয় এখনও অথচ এটিও আমপাবলিক দ্বারা সম্পাদিত।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

যুদ্ধমন্ত্রী বলেছেন: শুধু কি আমপাবলিক, অনেকে সেভেন-এইটের বাচ্চা। স্পিরিট কি রে ভাই ! এজন্যই ভাই লেখাটা লিখলাম। আপনি যখন একাউন্টটি খুলেছেনই, সময় পেলে মাঝে মাঝে লেখার চেষ্ঠা করবেন দয়া করে। ভাষাটাকে আসুন সবাই মিলে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার হালকা একটু চেষ্ঠা করি :)

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই ভালো একটি উদ্যোগ নিয়ে লেখার জন্য। আসলেই এ বিযয়টি নিয়ে আমাদের আরো বেশি কাজ করা উচিত।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

যুদ্ধমন্ত্রী বলেছেন: উদ্যোগে সকলের সহযোগিতা কাম্য :-B

১৪| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:৩১

সুমন জেবা বলেছেন: আমার এলাকাটাকে সম্পূর্ণ রুপে তুলে ধরতে চাই। কিভাবে সম্ভব জানাবেন কি ? প্রিয় তালিকায় নিলাম ..

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৯

যুদ্ধমন্ত্রী বলেছেন: দুঃখিত অনেকদিন সামুতে আসা হয় না। বাংলা উইকিতে গিয়ে উইকির সার্চবারে “উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?” লিখে সার্চ করুন। টিউটোরিয়াল পেয়ে যাবেন।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

সুমন জেবা বলেছেন: পরামর্শের জন্য 'ধন্যবাদ' ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.