নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধমন্ত্রীর ঘরে আপনাকে স্বাগতম! ব্লগ: https://www.blog.nahidsultan.xyz

যুদ্ধমন্ত্রী

Jack of all trades, master of none!

যুদ্ধমন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

জলি রজার (Jolly Roger): জলদস্যুদের ব্যবহৃত সেইসব পতাকা

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৬

জলি রাজার শব্দটি প্রথম শুনেছিলাম জেনি ডেপের বিখ্যাত পাইরেটস অফ দ্য ক্যরিবিয়ান সিরিজ থেকে। পাইরেটস অফ দ্য ক্যরিবিয়ান সিরিজটির ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বাদে অন্য অধিকাংশ প্রধান চরিত্রগুলো বাস্তবেই ছিল। তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন ব্ল্যাকবিয়ার্ড। ইতিহাসের কুখ্যাত ও ভয়ংকর এই জলদস্যুরা তাদের শিকারী জাহাজ আক্রমণের পূর্ব মহুর্তে এক ধরণের পতাকা উড়াত এগুলোই জলি রজার নামে পরিচিত। পতাকাগুলোতে মৃত মানুষের মাথার খুলি এবং আড়াআড়ি ভাবে দুটি হাড় থাকত। ১৬, ১৭ ও ১৮ শতাব্দীতেই এই পতাকাগুলো বেশি ব্যবহার করা হয়েছে।
জলদস্যুদের মাঝে এই পতাকাটিই (জলি রজার) সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, এডওয়ার্ড ইংল্যান্ড, ক্যাপ্টেন ব্ল্যাক স্যাম বেল্লামি ও জন টেইলরের মত কুখ্যাত জলদস্যুরা এটি ব্যবহার করত। তবে কেউ কেউ আবার নিজস্ব স্টাইলের জলি রজারও ব্যবহার করত।


ঐতিহাসিকভাবে, এই পতাকা উড়ানো হতো শিকার জাহাজকে ভয় দেখানোর জন্য যাতে তারা কোন প্রকার যুদ্ধ ব্যতিরেকে আত্মসমর্পণ করে। এছাড়াও জলি রজার উড়ানোর আরো একটি উদ্দেশ্য হল, শিকার জাহাজের ক্রুদের কাছে এই বার্তা পৌঁচ্ছে দেওয়া যে, জলি রজার টানানো জাহাজের আরোহীরা আউটল এবং প্রচলিত আইনকানুনের প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই (যদিও সেসময় সচরাচর জলদস্যু গ্রেফতার হলে তাদের ফাঁসিতে ঝুলানো হত)। শিকার জাহজটি পতাকা দেখে আত্মসমর্পণ করলে অধিকাংশ ক্ষেত্রেই জলদস্যুরা মালামাল লুট করে জাহাজের কর্মীদের ছেড়ে দিত। কিছু কিছু ঐতিহাসিকদের মতে, জাহাজকে ভয় দেখানোর জন্য প্রথমে কালো পতাকা ব্যবহার করা হত, যার অর্থ, আত্মসমর্পণ করলে শিকার জাহাজের কর্মীদের ক্ষমা করে দেওয়া হবে। কোন জাহাজ আত্মসমর্পণ না করলে তখন লাল পতাকা উড়ানো হত যার অর্থ, যুদ্ধ করে জলদস্যুরা জয়ী হলে অপর জাহাজের সব কর্মীকে হত্যা করা হবে।

এডওয়ার্ড লু ব্যবহৃত জলি রজার। ১৭২২ ও ১৭২৩ সালে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ক্যাপ্টেন ব্ল্যাকবিয়ার্ডের দ্বারা ব্যবহৃত হত। একইধরনের পতাকা জলদস্যু এডওয়ার্ড লুই ও ফ্রান্সিস স্প্রিগস ব্যবহার করতেন বলে জানা যায়। এটি ১৭০০ সালের পর ব্যবহার করা হয়েছে। যদিও এটিকে জলদস্যু জন কুইসের পতাকা বলা হয়, তবে এটি জলদস্যু জন ফিলিপ ব্যবহার করতেন বলে জানা যায়।
জলদস্যু ওয়াল্টার কেনেডির জলি রজার (যাকে জিয়ান থমাস ডুলাইনের পতাকা বলা হয়)। ক্যাপ্টেন বার্থোলুমিউ রবার্টস এই জিলি রাজারটি ব্যবহার করত। ক্যাপ্টেন বার্থোলুমিউ রবার্টস-এর নতুন পতাকা যেখানে সে, বার্বাডিয়ান ও মার্তিনিক দুটি মাথার খুলির উপর দাঁড়িয়ে আছে। ক্রিস্টোফার কনডেন্ট কর্তৃক ব্যবহৃত পতাকা।
সম্ভবত থমাস টিউ দ্বারা ব্যবহৃত পতাকা
হেনরি এভরি ব্যবহৃত জলি রজারের জনপ্রিয় সংস্করন। কথিত আছে তিনি কালো অপর একটি পতাকা ব্যবহার করতেন।
ক্রিস্টোফার মুডি কর্তৃক ব্যবহৃত পতাকা। জলদস্যু যুদ্ধের সময় উত্তলিত জলি রজার। চিত্রটি ১৮৮০ সালে ব্রিটিশ একটি ম্যাগাজিনে আঁকা হয়েছিল।

উৎসঃ তথ্যে সাহায্য নেওয়া হয়েছে উইকিপিডিয়ার, যদিও উইকিপিডিয়ার আর্টিকেলটিও আমারই লেখা =p~ এবং ছবিগুলো নেওয়া হয়েছে উইকিমিডিয়া কমন্স থেকে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:১০

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: অনেক খাটা খাটুনি করে লিখতে হয়েছে ভাই আপনাকে।
সুন্দর এই লেখা ও ছবির জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৫

যুদ্ধমন্ত্রী বলেছেন: খাটা খাটুনি সার্থক, আপনাকেও ধন্যবাদ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.