নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধমন্ত্রীর ঘরে আপনাকে স্বাগতম! ব্লগ: https://www.blog.nahidsultan.xyz

যুদ্ধমন্ত্রী

Jack of all trades, master of none!

যুদ্ধমন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

সুসংবাদ: সাঁওতালি ভাষার উইকিপিডিয়ার যাত্রা শুরু

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬


সাঁওতালি সম্প্রদায়ের জন্য একটি সুসংবাদ। বাংলা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পর বাংলাদেশের তৃতীয় ভাষা হিসেবে সাঁওতালি ভাষায়ও উইকিপিডিয়া চালু হয়েছে। সাইটি সাঁওতালদের নিজস্ব লিপি “অলচিকি” ব্যবহার করে তৈরি। সাঁওতালি উইকিপিডিয়া চালুর জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা হলেও ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সেটি গতি পায়। এসময় বিশেষ করে বাংলাদেশ ও ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহী উইকিপিডিয়ানরা একত্রে সাইটটি তৈরির জন্য কাজ করেন।

উইকিপিডিয়া নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ থেকে ৮ই জুন ২০১২ সালে দিনাজপুরে সর্বপ্রথম সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। তখন সাঁওতালি যে দলটি কাজ করছিলেন তারা নিষ্ক্রিয় হয়ে পড়েন। তারপর অনেকদিন কাজ থেমে থাকে। পুনরায় সাইটটি দ্রুত চালু করার ব্যাপারে, ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকার পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত উইকিপিডিয়া আড্ডায় বাংলাদেশের আগ্রহী সাঁওতালি সম্প্রদায়ের সাথে উইকিমিডিয়া বাংলাদেশের একটি আলোচনা হয়। আগ্রহীদের সহযোগিতায় পরবর্তীতে ২০১৭-এর ৩০শে ডিসেম্বরে ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ একটি কর্মশালার নেয়। যেখানে ভারতের সাঁওতালি উইকিপিডিয়ানদের সাথেও অনলাইনে আলোচনা হয়।

এরমধ্যে, ১১ই মার্চ ২০১৮ তারিখে ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের জন্য ভারতেও কর্মশালার আয়োজন করা হয়। ২৮শে জুন ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া - উইকিমিডিয়ার ভাষা কমিটির অনুমোদন লাভ করে। ২রা আগস্ট ২০১৮ তারিখে সাঁওতালি উইকিপিডিয়া সাইটটি লাইভ হয়। সাঁওতালি কমিউনিটিকে অভিনন্দন :)

সাঁওতালি উইকিপিডিয়ার ওয়েবসাইট: https://sat.wikipedia.org

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

আখেনাটেন বলেছেন: খুবই ভালো কথা।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:
সুখবর সাঁওতালিদের জন্য।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! আনন্দের বিষয়। সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে আমাদের মত সাধারণ মানুষও খুশি হলাম। ওরা এবার নিজেদের মত করে উইকিপিডিয়া ব্যাবহার করতে পারবে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

হাসান মাহবুব বলেছেন: খুবই ভালো ব্যাপার।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

এ.এস বাশার বলেছেন: ওদের বর্ণ গুলো ... তামিল বর্ণমালার মত......কি.....?

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

যুদ্ধমন্ত্রী বলেছেন: দেখতে অনেকটা ওরকমই লাগে তবে এখানে বিস্তারিত পাবেন।
https://en.wikipedia.org/wiki/Ol_Chiki_script

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গরল বলেছেন: শাঁওতালদের ভাষার যে লিখিত রূপ আছে তাই জানতাম না, অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন: দারুন ব্যাপার । শুভ কামনা রইল যারা এই কাজটি করেছে তাদের জন্য ।

অভিনন্দন ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ। সব ভাষাই টিকে থাক এদেশে। ভাষা আন্দোলনের তো এটাই শিক্ষা।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৮

কাওসার চৌধুরী বলেছেন: শুনে ভাল লাগলো; পৃথিবীর প্রতিটি জাতির ইতিহাস মাতৃভাষায় লেখা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.