![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্রাবস্থায় self-financeএ গার্জিয়ান ছাড়া ৩ শ্রেণীর মানুষের সাথে ভ্রমণ অনুচিত:
১) নবাব আলীবর্দি খানের নাতি-পুতি: এরা সবকিছুই হাই ক্লাস চায়। এরা হাইক্লাস থাকবে, হাইক্লাসে ভ্রমণ করবে আর হাইক্লাস খাবে। দলের অন্য সদস্যদের সাথে তাল মিলাতে হাইক্লাস বিসর্জন দিতে হলে মুখ ব্যাজার করে রাখবে। এতে আপনার যাত্রাও সুখকর হবে না। এদের মাথায় কাঁঠাল ভাঙ্গা যায় বলে অনেকে এদের পছন্দও করে।
২) মাম্মি-ড্যাডিওয়ালা/Derp: এরা একটা লম্বা Do & Don'ts list নিয়ে আসবে। ভ্রমণের প্রাক্কালে এর মাম্মি-ড্যাডি ফোন দিয়ে বলবে- এ্যাই, আমার ছেলেটাকে দেখে রেখো। ও যেন পাহাড়ে না চড়ে, পড়ে যাবে। ও যেন পানির কাছে না যায়, ডুবে যাবে। ও যেন গু না খায়... ইত্যাদি।
৩) Bossyঅসন্তোষ মণ্ডল: এরা হাউকাউয়ের জোরে পালের গোদা হওয়ার চেষ্টা করবে। না হতে পারলে সবকিছুতেই নাক সিঁটকাবে। "মাছের তরকারিতে একটা কাঁটা কম পাইছি", "বিছানার কাঁথা শক্ত", "ধুর মিয়া, এতো ঘুরাও ক্যা? জায়গা চিনো না আগে কইলেই হইত" ইত্যাদি।
সবশেষে,
"ভ্রমণের এই এক অদ্ভূত ব্যাপার- এসময় বেশি জিনিসপাতি নিলেও ফাপড়, কম জিনিসপাতি নিলেও ফাপড়।" (আবীর ভাইয়ের বাণীসমগ্র, অধ্যায়: ১৩২, পৃষ্ঠা: ১৭১৬)
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
দ্যা বান্দর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
ইয়েন বলেছেন: মজা পেলুম ....
.... অন্য ২টার চেয়ে নাম্বার ১টা আমার বেশি ই ভাল লেগেছে .....আমি একবার নবাব আলীবর্দি খানের নাতি-পুতি র পেইন সহ্য করেছি 