নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Wasiful Gofur Abir\n\nFacebook ID: Wasif Abir

দ্যা বান্দর

দ্যা বান্দর › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে প্রোফাইল পিকচার

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ফেইসবুকে প্রোফাইল পিকচার কেবল মুখশ্রী প্রদর্শনার্থেই ব্যবহৃত হয় না, ইহা ব্যক্তির অভিরুচিরও পরিচায়ক। তবে কতিপয় ব্যক্তিবিশেষ এই সত্য অনুধাবন করিয়া তাহার যাবতীয় আভিজাত্য এক প্রোফাইল পিকচারেই উগলাইয়া দিতে চান। নারীজাতির কথা তো বলাই বাহুল্য। তবে পুরুষ জাতিও কম যায় না।



যেমন সেদিন, এক যুবককে দেখি থ্রি-পিস স্যুট, টাই পরিধান করিয়া নিজ ঘরে দাঁড়াইয়া ছবি তুলিয়াছে। আমি মনে মনে বলি, পোষাক তো চাপাইয়াছিস জবরদস্ত, কিন্তু পিছনে তোর ওয়্যারড্রোব, বিছানা কী করে রে হতভাগা? কী প্রমাণ করিতে চাস? তুই ড্যুক অব বালেরহাম(Duke of Baalerham)? তোর পরিবারের বিরাট রেওয়াজ- সকল সদস্যকে দৈনিক ২৪ ঘন্টা স্যুট টাই পরিহিত থাকিতে হইবে, উহাতেই খাইতে, ঘুমাইতে হইবে? স্বয়ং ভিক্টোরিয়া, লর্ড ক্লাইভের অন্দরমহলেও এই রেওয়াজ ছিল কিনা সন্দেহ!



অপর স্টাইলবিদকে দেখিলাম গৃহাভ্যন্তরেই জ্যাকেট, গগলস্ ও ক্যাপ পরিধান করিয়া ছবি তুলিয়াছে। মানলাম না হয় এসব পোষাকে তোকে বেশ দেখায় বলিয়া তোর ধারণা, কিন্তু গৃহাভ্যন্তরে কেন রে? কী প্রমাণ করিতে চাস? এ.সির রিমোট কন্ট্রল হারাইয়া ফেলিয়াছিস, তাই জ্যাকেট পরিয়া শীত নিবারণ করিতে চাস? বাটীতে প্রচুর লাইটের বন্দোবস্ত, সইতে পারিস না, তাই গগলসের অবতারণা? তবে বলি কি, টুপিখানা বরঞ্চ তোর বাপের মাথায়ই বসাইয়া দে। কারণ আমি নিশ্চিত এ.সি ও লাইটের বিদ্যু‌‌‌ৎ বিল প্রদানের চিন্তায় তাহার মাথায় স্টেডিয়াম নির্মিত হইয়া গিয়াছে।



অতএব প্রোফাইল পিকচার আপলোড করুন, রুচিমাফিক পরিপার্শ্ব বুঝিয়া। দৃষ্টিদূষণ হইতে পরিবেশকে রক্ষা করুন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

কালো ঘোড়ার আরোহী বলেছেন: B-) B-) ভালো লিখেছেন। ;)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

দ্যা বান্দর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

শূন্য পথিক বলেছেন: হাহা! ভালো বলেছেন!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

দ্যা বান্দর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

দ্যা বান্দর বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.