নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিহিংসায় হিংস্রিত মানব

,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায় , মারা যায় একদিন

ওয়াসিক

জীবনে অনেক প্রকৃতির মানুষ দেখেছি । তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার চেষ্ঠা করি । জীবনে স্বার্থক হবার জন্য মানুষের জীবন থেকে শিক্ষা নেয়াটাই ভালো । ভুল ত্রুটি এরিয়ে চলাটা সহজ হয় ....

ওয়াসিক › বিস্তারিত পোস্টঃ

একটি মানুষকে ভালো রাখার চেষ্ঠা ..

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

এমন একটা কঠিন সময় পার করেছি যা কখন কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব না । বয়স আমার খুব বেশি একটা না । বিয়া - সাধি এগুলো অনেক পরের কথা । কিন্তু এতটা কম ও না যে পৃথীবির বাস্তবতা কে বুঝতে পারব না । মেয়েদের সাথে চলাচল আমার ছোট বেলা থেকেই পছন্দ না । মেয়েরা খুব পেরাদায়ক এটাই আমার কথা । কিন্তু আমার এক দুঃসম্পর্কের কাজিন । প্রায় বছর ৩ এক আগ থেকে আমার সাথে কথা বলা শুরু করল । আমাদের বয়স এক । সেই আমার জীবনের প্রথম মেয়ে বন্ধু । কথা বলতাম প্রায় ই । ও আমাকে অনেক কিছু শেয়ার করত । আমিও করতাম । আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে উঠেছিলাম । কিন্তু কেন যেন যা হবার তা হয়েই যায় । কোন একদিন মেয়েটি আমাকে তার ভালোবাসার কথা জানায় । আমিও মন থেকেই কিভাবে যেন তাকে ভালোবেসেছিলাম । যেই মেয়েটির কথা বলছি , এই মেয়েটি খুব অল্প বয়স থেকেই হাজার দুঃখ কষ্ঠের সাথে জড়িত । তার পরিবার , তার আত্নীয়স্বজন , তার বন্ধু - বান্ধবী সবার দাড়াই সে জীবনে কখনো না কখনো প্রতারিত । অনেক অনেক কষ্ঠ সে সহ্য করেছে । আমার একটাই লক্ষ্য ছিলো এই মেয়েটার মুখে যদি একবারের জন্য হলেও হাসি ফোটাতে পারি তাহলে হয়ত আল্লাহ ও খুশি হবেন । চেষ্ঠার ত্রুটি রাখি নি তাকে খুশি রাখার । কিন্তু এমন কিছু সময় পার করতে হয়েছে । আমি তার সাথে কথাও বলতে পারি নি । এমন একটা সময় গেছে তখন আমার কিচ্ছু করা লাগত না , আমি তার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যেত । কিন্তু তাও করতে পারি নি । অনেক কষ্ঠ , অনেক ঝামেলা অনেক বিপদ আপদ পেরিয়ে এখনো টিকে আছি । সামনে আরেকটি কঠিন সময় । এ সময় টি পার হলে হয়ত বা আমরা আগের মত ফিরে যেতে পারব । একটু হাসি খুশি থাকতে পারব । সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের এক সাথে রাখেন সব সময় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.