নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মাত্রই মরতে হবে । দুনিয়ার জীবনের পরে আরো অনন্ত অসীম কালের জীবন আছে। আমাদের কে সেই জীবনের প্রস্তুতি নিতে হবে । বলতে হবে ঃ- " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "

মৃত্যুর পথযাত্রী

মৃত্যুর পথযাত্রী › বিস্তারিত পোস্টঃ

কুসংস্কার : রাতে নিম্নের কাজগুলো করা যাবে না

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

১. রাতে বাঁশ কাটা যাবে না।

২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।

৩.রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা যাবে না।

৪. রাতে কোনো প্রকার ফল-ফসল তোলা যাবে না ইত্যাদি।

অনেক এলাকার মানুষের মাঝেই এগুলো এবং রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।

এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ পেরেশানীর শিকার হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়, তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন?



মোটকথা এ ধরনের অমূলক ধারণার পিছে পড়া যাবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

শুকনো কাঠ বলেছেন: হতে পারে।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাতে অনেক দোকানদার সুঁই/সুতা বিক্রি করে না!

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

দধীচি বলেছেন: রাতে গাছ কার্বনডাইঅক্সাইড ছাড়ে, এইজন্য এসব নিয়ম

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

স্টেনটোরিয়ান বলেছেন: দধীচি বলেছেন: রাতে গাছ কার্বনডাইঅক্সাইড ছাড়ে, এইজন্য এসব নিয়ম

হা হাহা। রাতে পাদ দিলে মিথেন গ্যাস ছাড়েন, তাই বলে কি রাতে হাগু করবেন না! কুসংস্কার আর অপসংস্কার বাংলাদেশকে গ্রাস করে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.