![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
তুমি আসনি তাই, এই ফাল্গুনে
ফুটেনি কোন ফুল
অভিমানে গেল শেষ হয়ে বেলা,
ভাঙ্গেনি মনের ভুল।
তুমি আসনি এই ফাল্গুনে তাই
ফুটবেনা কোন ফুল।
২
এখনো ঝরছে শুকনো পাতা
উদাস হাওয়ার ডাকে
নতুন কুঁড়িরা দেয়নি উকি
খেয়ালি মনের বাকে ।
৩
যায়নি ভেঙ্গে মনের দেয়াল
হঠাত কোন ফালতু খেয়াল।
সব দিয়েছি তোমার হাতে
ভালবেসে মধ্য রাতে ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
ওয়েসিস বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: সাবলিল লেখা। ভাল লাগল। +++++
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
ওয়েসিস বলেছেন: ধন্যবাদ ।
বিজন রয়
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
বনমহুয়া বলেছেন: এ ফাগুনের জন্ম বিষাদ হৃদয়ে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৬
সাদরিল বলেছেন: এতদিন পর কোথা হইতে?
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
ওয়েসিস বলেছেন: হঠাত মনে পড়ল সামুর কথা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।