নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

শূন্যস্থান পূরণ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫

প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে নিয়ে আলোচনা করছি।

অধ্যায়-১

# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।

১) শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা—কে বোঝায়।

উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে বোঝায়।

২) ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে— নিধনের ব্যবস্থা করা উচিত।

উত্তর: ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা উচিত।

৩) নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে—করা প্রয়োজন।

উত্তর: নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন।

৪) আমরা আমাদের নিজ নিজ এলাকায়—সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।

উত্তর: আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।

৫) অযথা রাস্তাঘাট কেটে— করব না।

উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।

৬) সুন্দর,— জীবনযাপনের জন্য সুন্দর পরিবশে প্রয়োজন।

উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবশে প্রয়োজন।

৭) গাছপালা আমাদের—থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।

উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।

৮) বৃক্ষ মাটির— করে।

উত্তর: বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে।

৯) অযথা গাছ— না। গাছের— ভাঙব না।

উত্তর: অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না।

১০) কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে— থাকার পরামর্শ দেব।

উত্তর: কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।

১১) পানির অপর নাম—। উত্তর: পানির অপর নাম জীবন।

১২) নলকূপের গোড়া— থাকলে পানি দূষিত হতে পারে।

উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে।

১৩) আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য—।

উত্তর: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।

১৪) ফল, ফুল, — স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।

উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।

১৫) আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি— দুর্যোগ লেগে আছে।

উত্তর: আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে।



অধ্যায়-২

# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।

১) কিছু সম্পদ আছে যেগুলোর মালিক ব্যক্তি বা —।

উত্তর: কিছু সম্পদ আছে, যেগুলোর মালিক ব্যক্তি বা পরিবার।

২) পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা — সম্পদ।

উত্তর: পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা রাষ্ট্রীয় সম্পদ।

৩) রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় — সংগঠন।

উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন।

৪) রাষ্ট্রীয় সম্পদকে — বলা হয়।

উত্তর: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়।

৫) আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের — সম্পদ।

উত্তর: আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।

৬) বিদ্যালয় আমাদের — হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

উত্তর: বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

৭) বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের — বলে।

উত্তর: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলে।

৮) বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ— সম্পদ।

উত্তর: বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ

অধ্যায় -২



৯) আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস—সহকারে ব্যবহার করব।

উত্তর: আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্ন সহকারে ব্যবহার করব।

১০) বিদ্যালয়ে আমরা শিক্ষকের — গাছ লাগাব।

উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব।

১১) রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ — সম্পদ।

উত্তর: রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।

১২) ময়লা ফেলার— জায়গায় ময়লা ফেলব।

উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।

১৩) পাঠাগার একটি —সামাজিক সম্পদ।

উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।

১৪) বই মানুষের সবচেয়ে —বন্ধু।

উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।

১৫) পাঠাভ্যাস আমাদের মনকে— করে, প্রফুল্ল রাখে।

উত্তর: পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে।

১৬) আমাদের সমাজে বিভিন্ন — মানুষ বাস করে।

উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।

১৭) মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের — সম্পদ।

উত্তর: মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।

১৮) মাছ আমাদের অন্যতম প্রধান—।

উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।

১৯) মাছ— পানিতে বাঁচতে পারে না।

উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।

২০) রাষ্ট্রীয় সম্পদ দেশের —সম্পদ।

উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।

২১) আমাদের দেশের অধিকাংশ মানুষ—।

উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।

২২) রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা— সেবা পেয়ে থাকি।

উত্তর: রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা। চিকিৎসাসেবা পেয়ে থাকি।

২৩) গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও,— ভূমিকাও অপরিসীম।

উত্তর: গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম।

২৪) নদীর তীরে — গড়ে ওঠে।

উত্তর: নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে।

২৫) দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে — গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর: দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৬) নদীর পানি দিয়ে আমরা —পানি সেচ দিই।

উত্তর: নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ দিই।

২৭) নদীর — জমির উর্বরতা বাড়ায়।

উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।

২৮) নদীকে আমাদের দেশের —বলা হয়।

উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।

২৯) সমুদ্র থেকে আমরা — পাই।

উত্তর: সমুদ্র থেকে আমরা মাছ পাই।

৩০) গাছ শিকড়ের সাহায্যে মাটির — করে।

উত্তর: গাছ শিকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।

৩১) গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয়— সম্পদ।

উত্তর: গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ।

৩২) গ্যাসের সুষ্ঠু — নিশ্চিত করতে হবে।

উত্তর: গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

অধ্যায় -৩



প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।

১। বাড়ির সবার সঙ্গে — করব।

উত্তর: বাড়ির সবার সঙ্গে সদাচরণ করব।

২। বাড়ির কাজে — সাহায্য করব।

উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।

৩। বাড়িঘর — পরিচ্ছন্ন রাখব।

উত্তর: বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।

৪। গাছপালা, পশুপাখির — নেব।

উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫১

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায় -৩
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
৫। বাড়িতে কেউ অসুস্থ হলে — করব।
উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।
৬। ছোটদের — করব। উত্তর: ছোটদের স্নেহ করব।
৭। সবার সঙ্গে ভালো আচরণ করা হলো —।
উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।
৮। সময়ের কাজ সময়ে করাকে — বলে।
উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।
৯। মিথ্যাকে — দেব না। উত্তর: মিথ্যাকে প্রশ্রয় দেব না।
১০। সদাচরণ, সত্যবাদিতা ও — মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।
উত্তর: সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।
১১। জীবনে প্রতিষ্ঠিত হই — শিক্ষা লাভ করে।
উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে।
১২। আমরা বিদ্যালয়ের — মেনে চলব।
উত্তর: আমরা বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব।
১৩। বিদ্যালয়ের প্রতিটি জিনিসের — নেব।
উত্তর: বিদ্যালয়ের প্রতিটি জিনিসের যত্ন নেব।
১৪। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে —।
উত্তর: শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে লিখব না।
১৫। বাগানের — নেব, শিক্ষকদের — করব।
উত্তর: বাগানের যত্ন নেব, শিক্ষকদের সম্মান করব।
১৬। আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও — উপস্থিত থাকব।
উত্তর: আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও শ্রেণীকক্ষে উপস্থিত থাকব।
১৭। প্রতিদিনের পাঠ প্রতিদিন —।
উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখব।
১৮। কয়েকটি পরিবার মিলেমিশে — হয়ে বাস করাকেই সমাজ বলে।
উত্তর: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই সমাজ বলে।
১৯। গরিব দুঃখীদের — করব।
উত্তর: গরিব দুঃখীদের সাহায্য করব।
২০। আমরা ধার্মিক ব্যক্তিদের — করব।
উত্তর: আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব।
২১। একতা, — ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।
উত্তর: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৬

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায়-৪
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
১। সমাজে — থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।
উত্তর: সমাজে বেঁচে থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।
২। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের — রাখে।
উত্তর: পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।
৩। — ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।
উত্তর: শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।
৪। নিয়মিত গোসলখানা ও — পরিষ্কার করতে হবে।
উত্তর: নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে।
৫। নালা — পরিষ্কার রাখতে হবে।
উত্তর: নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে।
৬। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা — দায়িত্ব।
উত্তর: বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব।
৭। কোনো কোনো পেশার মানুষ — শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।
উত্তর: কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।
৮। কৃষক ফসল উৎপাদন করে আমাদের — জোগান দেন।
উত্তর: কৃষক ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দেন।
৯। জেলে মাছ ধরে আমাদের — চাহিদা মেটান।
উত্তর: জেলে মাছ ধরে আমাদের আমিষের চাহিদা মেটান।
১০। আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই —।
উত্তর: আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।
১১। দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও — মিলিত শ্রমের প্রয়োজন।
উত্তর: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত শ্রমের প্রয়োজন।
১২। সব কাজেরই রয়েছে সমান —।
উত্তর: সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব।
১৩। আমরা সবাই — মানুষের সেবা লাভ করি।
উত্তর: আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি।
অধ্যায়-৫
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
১। প্রত্যেক মানুষ — স্বাধীন।
উত্তর: প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন।
২। কাউকে নির্যাতন ও — করা যাবে না।
উত্তর: কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।
৩। ব্যক্তি হিসেবে — চোখে সবাই সমান।
উত্তর: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।
৪। কাউকে খেয়াল খুশিমতো — ও আটক করা যাবে না।
উত্তর: কাউকে খেয়াল খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।
৫। প্রত্যেকের শিক্ষার — রয়েছে।
উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায়-৫
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
৬। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য — বিকল্প নেই।
উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।
৭। শিশুশ্রমের প্রধান কারণ হলো —। উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র।
৮। শিশুশ্রমের ফলে — লঙ্ঘন হয়।
উত্তর: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়।
৯। আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক—ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।
উত্তর: আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক নারী ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।
১০। নারী ও শিশু পাচার — বিরোধী।
উত্তর: নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী।
১১। এসিড নিক্ষেপ — অপরাধ। উত্তর: এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ।
১২। বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি — করা হয়েছে।
উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।
১৩। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে — করব।
উত্তর: সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব।
১৪। যৌতুক একটি — সামাজিক প্রথা। উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা।
১৫। যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন — লঙ্ঘন।
উত্তর: যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।
১৬। প্রতিবছর — ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়।
উত্তর: প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়।
১৭। — পালন করা হয়ে থাকে ৮ মার্চ।
উত্তর: ‘বিশ্ব নারী দিবস’ পালন করা হয় মার্চ।
অধ্যায়-৬
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
১। প্রতিটি ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে।
উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।
২। রাষ্ট্র আমাদের মত প্রকাশের — নিশ্চিত করে।
উত্তর: রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।
৩। পারস্পরিক — মাধ্যমে একমতে পৌঁছাই।
উত্তর: পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই।
৪। গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘—’। উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’।
৫। যিনি কোনো একটি দলের — দেন তিনিই নেতা।
উত্তর: যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন তিনিই নেতা।
৬। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় — দেন।
উত্তর: প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন।
৭। প্রশিক্ষণ ও — মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।
উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায়-৬
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
৮। নেতা একটি—সমাজকে জাগিয়ে তুলতে পারেন।
উত্তর: নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন।
৯। মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন —।
উত্তর: মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন আদর্শ নেতা।
১০। নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ — সমাধান করেন।
উত্তর: নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধান করেন।
অধ্যায়-৭
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
১। নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে — বসবাস করে।
উত্তর: নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।
২। নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন — ভোগ করে।
উত্তর: নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে।
৩। আমরা বাংলাদেশের — ।
উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক।
৪। নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার।
উত্তর: নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার।
৫। সমাজে সুষ্ঠুভাবে — নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন।
উত্তর: সমাজে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন।
৬। আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও—জন্য অত্যাবশ্যক।
উত্তর: আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য অত্যাবশ্যক।
৭। আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি — কর্তব্য।
উত্তর: আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য।
৮। সততার সঙ্গে সব — ভোট দিতে হবে।
উত্তর: সততার সঙ্গে সব নাগরিককে ভোট দিতে হবে।
৯। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব—মেনে চলতে হবে।
উত্তর: নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব আচরণবিধি মেনে চলতে হবে।
অধ্যায়-৮
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।
১। প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় — পরিবেশ।
উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় ভৌগোলিক পরিবেশ।
২। বাংলাদেশ একসময় অসংখ্য — ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।
উত্তর: বাংলাদেশ একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।
৩। ধান আমাদের দেশের — শস্য।
উত্তর: ধান আমাদের দেশের প্রধান শস্য।
৪। বাংলাদেশে পাট একসময় প্রধান — ফসল ছিল।
উত্তর: বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল।
৫। — বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
উত্তর: চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
৬। আমাদের দেশে বিভিন্ন — মাছ রয়েছে।
উত্তর: আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।
৭। দক্ষিণে উপকূলীয় অঞ্চলে—মাছের ব্যাপক চাষ হয়।
উত্তর: দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়।
৮। আমাদের মাছে ভাতে — বলা হয়।
উত্তর: আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়।
৯। প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে — কিনতে হয়।
উত্তর: প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।
১০। প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান — সম্পদ।
উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ।
১১। — বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।
উত্তর: পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।
১২। সিলেট অঞ্চলে দেশের অন্যতম—খনি রয়েছে।
উত্তর: সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে।
১৩। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন — খনি রয়েছে।
উত্তর: দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে।
১৪। বাংলাদেশের সুন্দরবন — বনভূমি।
উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।
১৫। সুন্দরবনে স্বাদু ও — পানির বৃক্ষের গাছ জন্মে।
উত্তর: সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির গাছ জন্মে।
১৬। সুন্দরী ও গেওয়া — প্রধান বৃক্ষ।
উত্তর: সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ।
১৭। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে—রয়েছে।
উত্তর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে পাহাড় রয়েছে।
১৮। দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল — কাঠ।
উত্তর: দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।
১৯। লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল —।
উত্তর: লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা।
২০। বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল —।
উত্তর: বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল বাঁশ।
২১। পোশাকশিল্প দেশের প্রধান—অর্জনকারী শিল্প।
উত্তর: পোশাকশিল্প দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৮

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায় ১১: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
১। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার—আবিস্কৃত হয়েছে।
উত্তর: মহাস্থানগড়ে প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ আবিস্কৃত হয়েছে।
২। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে — নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।
উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।
৩। কুমিল্লা জেলা শহরের প্রায় — কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।
উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।
৪। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত — গ্রাম অবস্থিত।
উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রাম অবস্থিত।
৫। ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে — জেলার একটি উপজেলা।
উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
৬। প্রাচীন — থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব। উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব।
৭। মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের — কেন্দ্র।
উত্তর: মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।
৮। চৌদ্দ শতকের শুরু থেকে — একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।
উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।
৯। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে — অঞ্চল বলা হতো। উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।
১০। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে — জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।
১১। পরী বিবির সমাধি সৌধটি — স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।
উত্তর: পরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।
১২। নরসিংদীর — বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫২

ওয়াজীহ উদ্দীন বলেছেন: ১। ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি — আক্রমণ করেন।
উত্তর: ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।
২। লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে — ত্যাগ করেন।
উত্তর: লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।
৩। ১৩৩৮ সালে — সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।
উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।
৪। ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত — বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।
উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।
৫। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র — বাংলার সিংহাসনে বসেন।
উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।
৬। রাজা গণেশের পুত্র — ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।
উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।
৭। হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন —।
উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।
৮। শ্রীচৈতন্য — প্রচার করেন হোসেন শাহীর আমলে।
উত্তর: শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেন শাহীর আমলে।
৯। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়।
উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।
১০। ১৫৩৮ সালে — বাংলা অধিকার করেন।
উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।
১১। আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম
ছিল —।
উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানী।
১২। দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় — শাসনের সূচনা হয়।
উত্তর: দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।
১৩। ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র — বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।
উত্তর: ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।
১৪। সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন —।
উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।
১৫। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন —।
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।
১৬। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র — নবাবি লাভ করেন।
উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।
১৭। — সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।
উত্তর: ১৭৫৭ সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

ওয়াজীহ উদ্দীন বলেছেন: ১৮। এগার শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন।
উত্তর: এগার শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।
১৯। মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়।
উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।
২০। সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —।
উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
২১। হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
উত্তর: হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
২২। প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —।
উত্তর : প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।
২৩। শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার — আমলেই শুরু হয়।
উত্তর: শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৬

ওয়াজীহ উদ্দীন বলেছেন: অধ্যায়-৯: পরিবেশ সংরক্ষণ
১। পরিবেশ — বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।
উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।
২। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র — বাড়ছে।
উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে।
৩। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো — দ্রুত বৃদ্ধি। উত্তর: পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।
৪। পরিবেশ সম্পর্কে আমাদের — ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।
উত্তর: পরিবেশ সম্পর্কে আমাদের শিক্ষার অভাব ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।
৫। আমরা বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব। উত্তর: আমরা বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।
৬। পাহাড় কাটব না, — ভরাট করব না।
উত্তর: পাহাড় কাটব না, জলাভূমি ভরাট করব না।
৭। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট — রাখব। উত্তর: বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট পরিষ্কার রাখব।
৮। ৫ জুনকে — হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তর: ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব।
উত্তর: ৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।
১০। — সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।
উত্তর: ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।
অধ্যায় ১০: বাংলাদেশের জনসংখ্যা
১। আমাদের দেশে আয়তনের তুলনায় — অনেক বেশি।
উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।
২। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে —। উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।
৩। গত ৪০ বছরে জনসংখ্যা — চেয়েও বেশি বেড়েছে। উত্তর: গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।
৪। বাংলাদেশে প্রতি বছরে শতকরা — জন করে লোক বাড়ছে।
উত্তর: বাংলাদেশে প্রতি বছরে শতকরা ১.৫৪ জন করে লোক বাড়ছে।
৫। বাংলাদেশে প্রতি বছর প্রায় — টন খাদ্য ঘাটতি হয়ে থাকে। উত্তর: বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।
৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক — ও অপুষ্টির শিকার হয়।
উত্তর: খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।
৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় —।
উত্তর: খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।
৮। বাসস্থান মানুষের একটি অন্যতম — চাহিদা।
উত্তর: বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।
৯। শিক্ষিত জনসংখ্যা দেশের — ।
উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।
১০। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার — ।
উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩।
১১। বাংলাদেশে জনসংখ্যা — বেড়ে চলেছে।
উত্তর: বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে।
১২। অতিরিক্ত যানবাহন প্রচণ্ড — সৃষ্টি করছে। উত্তর: অতিরিক্ত যানবাহন প্রচণ্ড যানজট সৃষ্টি করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.