নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

# অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ১

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫২

আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। ধর্মের কথাই ভাবা যাক। আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।

১. মানুষে মানুষে মিলেমিশে থাকলে কী জন্মাবে?

ক. শত্রুতা খ. ভালোবাসা গ. রেষারেষি ঘ. হিংসা

উত্তর: খ. ভালোবাসা

২. দেশকে যতটা পারা যায় আমাদের কী করা উচিত?

ক. উন্নতি করতে হবে খ. সম্মান করতে হবে

গ. কাছে থেকে দেখতে হবে ঘ. অবহেলা করতে হবে।

উত্তর: গ. কাছে থেকে দেখতে হবে

৩. আমাদের সবার খাদ্য জোগায় কে?

ক. চাকরিজীবী খ. বাবুর্চি গ. চাল ব্যবসায়ী ঘ. কৃষক

উত্তর: ঘ. কৃষক

৪. আমরা কোন দেশের বাঙালি?

ক. নেপালের খ. কলকাতার গ. বাংলাদেশের ঘ. ত্রিপুরার

উত্তর: গ. বাংলাদেশের

৫. ‘সীমান্ত’ শব্দের যুক্তবর্ণটি কী কী বর্ণযোগে গঠিত?

ক. ন+ত খ. ন+এ গ. ন+ও ঘ. ন+ত্ব। উত্তর: ক. ন+ত

৬. ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে?

ক. হিন্দিতে খ. ফার্সিতে গ, উর্দুতে ঘ. বাংলায়

উত্তর: ঘ. বাংলায়

৭. বাংলাদেশে বাঙালির সংখ্যা কেমন?

ক. সংখ্যাগরিষ্ঠ খ. সংখ্যালঘিষ্ঠ

গ. সকলেই ঘ. প্রায় অর্ধাংশ

উত্তর: ক. সংখ্যাগরিষ্ঠ

৮. বাঙালিদের কথা বলার ভাষা কোনটি?

ক. হিন্দি খ. বাংলা গ. আরবি ঘ. ইংরেজি

উত্তর: খ. বাংলা

৯. আমাদের সৌভাগ্য কোনটি?

ক. বাংলাদেশে জন্মগ্রহণ খ. নেপালে জন্মগ্রহণ

গ. ভারতে জন্মগ্রহণ ঘ. প্রবাসে

উত্তর: ক. বাংলাদেশে জন্মগ্রহণ

১০. বাংলাদেশের জনজীবন কী রকম?

ক. বৈচিত্র্যহীন খ. শ্রীহীন

গ. ভারি বৈচিত্র্যময় ঘ. পরাধীন

উত্তর: গ. ভারি বৈচিত্র্যময়

১১. আমাদের এই দেশটি আসলে কিসের মতো?

ক. আত্মীয়ের খ. পরীর গ. জননীর ঘ. ফুলের

উত্তর: গ. জননীর

১৩. আখাউড়া ছেড়ে আরও দূরে কোন জায়গায় নানা ধরনের মানুষের দেখা পাওয়া যাবে?

ক. চট্টগ্রাম খ. পার্বত্য চট্টগ্রাম

গ. সিলেট ঘ. ব্রাহ্মণবাড়িয়া

উত্তর: খ. পার্বত্য চট্টগ্রাম।

১৪. পার্বত্য চট্টগ্রামে যে নানা ধরনের মানুষ রয়েছে তারা কোন ভাষায় কথা বলে?

ক. বাংলা খ. উর্দু গ. হিন্দি ঘ. নিজ নিজ

উত্তর: ঘ. নিজ নিজ

১৫. ‘বেলাভূমি’ শব্দটি কোনটির সঙ্গে বেশি সম্পর্কিত?

ক. নদীর খ. উপত্যকা গ. পাহাড় ঘ. সাগরের তীর

উত্তর: ঘ. সাগরের তীর

১৬. মুসলমানদের কী কী উৎসব রয়েছে?

ক. বড়দিন খ. পূজা গ. বৌদ্ধপূর্ণিমা ঘ. ঈদ ও মহররম

উত্তর: ঘ. ঈদ ও মহররম।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.