![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: বাংলাদেশে বাঙালি ছাড়া আর কোন কোন জাতের মানুষ বাস করে?
উত্তর: বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে বাংলাদেশে শুধু বাঙালিরাই বাস করে। আসলে তা নয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও এই দেশে আরও অনেক ধরনের মানুষ বাস করে। বাঙালি ছাড়াও এ দেশের বাস করে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি জাতের মানুষ। এসব মানুষের ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনন্দিন জীবনযাপন এবং আনন্দ-উৎসবও তাদের নিজেদের। আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বাংলাদেশে বন্ধুরমতো বসবাস করছি। আর এটাই আমাদের আনন্দ।
প্রশ্ন: বাংলাদেশের গৌরব কিসে?
উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। তবে বাঙালি ছাড়াও এ দেশে আরও নানা জাতের মানুষ আছে। তাদের মধ্যে রয়েছে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি। এসব মানুষের ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনন্দিন জীবনযাপনও তাদের নিজেদের। একই দেশ, অথচ জনজীবনে রয়েছে বৈচিত্র্য। একই সূত্রে গাঁথা এই বিভিন্নতা—আমরা যারা এ দেশে বাস করি, সবার জন্য এক অনন্য গৌরবের বস্তু। কারণ, কোনো দেশে যদি নানা ধরনের, নানা জাতের মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। এই যে আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বাংলাদেশে বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আর এটাই বাংলাদেশের গৌরব।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?
উত্তর: বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে যেমন রয়েছে নানা জাতের মানুষ, তেমনই রয়েছে নানা ধর্মের মানুষ। এ দেশে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ। এ ছাড়া অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও এ দেশে রয়েছে। আর এসব ধর্মের মানুষের রয়েছে নানা ধরনের নিজস্ব ধর্মীয় উৎসব। বিভিন্ন ধর্মের এই উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—
ক. মুসলমানদের ঈদ-এ-মিলাদুন্নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা, মহরম ইত্যাদি।
খ. হিন্দুদের দুর্গাপূজা, সরস্বতীপূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি।
গ. বৌদ্ধদের মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ইত্যাদি।
ঘ. খ্রিষ্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি।
প্রশ্ন: ‘বাগানে কত রকমের গাছপালা—বড় গাছ, ছোট গাছ’—এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের উল্লেখিত লাইনটি দ্বারা বাংলাদেশের বৈচিত্র্যময় জনজীবনের বিভিন্নতা বোঝানো হয়েছে।
আমাদের বাংলাদেশে রয়েছে নানা জাতের, নানা ধর্মের, নানা পেশার মানুষ। এই ভিন্ন ভিন্ন ধরনের মানুষগুলো ভিন্ন ভিন্ন ধাঁচের হলেও একটা জায়গায় সবারই মিল রয়েছে। আর সেই মিলটা হলো আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। আরও একটা মিল আছে। সেটা হলো আমাদের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি এ দেশে রয়েছে। যেমন: গারো, চাকমা, ত্রিপুরা, সাঁওতালদের নিজস্ব ভাষা রয়েছে। এই সবকিছু মিলিয়ে বাংলাদেশ যেন একটা বড় বাগান। ছোট-বড় অনেক রকম গাছ আর ফুলে-ফলে ভরা বাগান যেমন বাতাসে দোল খায়, বাংলাদেশও ঠিক সেই রকম।
©somewhere in net ltd.