![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ করো
যুক্তবর্ণ শব্দ বাক্য প্রয়োগ নিচে দেওয়া হলো
শ্চ আশ্চর্য, বিনিশ্চয় আশ্চর্য! এখনো তুমি স্কুলে যাওনি।
ক্ক এক্কাদোক্কা, টক্কর লিপি ও সুমি এক্কাদোক্কা খেলত।
ট্ট চট্টগ্রাম, ভট্টাচার্য চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।
স্ট স্টল, স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিপিএল ক্রিকেট
খেলা হবে।
ন্ত অন্ত, অনন্ত অনন্তকাল অপেক্ষায় থাকব।
ষ্ঠ ওষ্ঠ, বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠর সংখ্যা সাতজন।
দ্দ নিরুদ্দেশ, উদ্দেশ্য কী উদ্দেশ্যে তুমি দুপুরে বাইরে
যাবে।
ন্ধ বন্ধ, অন্ধ লোকটি অন্ধ।
ন্দ আনন্দ, নিরানন্দ তারা খুব আনন্দ করছে।
দ্ধ বদ্ধ, যুদ্ধ। যুদ্ধ ভালো নয়।
ল্প অল্প, বিকল্প। বিকল্প কোনো ব্যবস্থা নেই।
স্ব স্বচ্ছ, স্বদেশ স্বপ্নের স্বদেশ আমার বাংলাদেশ।
ন্ম জন্ম, জন্মান্তর আমি বাংলাদেশে জন্ম নিয়েছি।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।
বাঙালি, দূরে, সংখ্যাগরিষ্ঠ, বন্ধু, শ্রদ্ধা, দেশ, সার্থক
উত্তর:
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বাঙালি অবাঙালি
দূরে নিকটে
সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ
বন্ধু শত্রু
শ্রদ্ধা অশ্রদ্ধা
দেশ বিদেশ
সার্থক ব্যর্থ
প্রশ্ন: নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।
ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
উত্তর: ভাব তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
©somewhere in net ltd.