নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারির গান : বাক্য রচনা: সমার্থক শব্দ

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

বাংলা বিষয়ে আজ রয়েছে লুৎফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’।

তোমরা তো জানো, গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা নাটিকা—যা-ই আমরা পড়ব, তা সঠিক ও যথার্থভাবে লেখার জন্য, অনুধাবন করার জন্য ওই বিষয় সম্পৃক্ত শব্দগুলোর অর্থ ভালোভাবে জেনে নিতে হয়। শব্দের অর্থ সঠিকভাবে না জানলে আমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে না। আর শব্দভান্ডার সমৃদ্ধ না হলে যথার্থ বাক্যরচনা তৈরি করতে যেমন অসুবিধা হয়, তেমনি প্রশ্নোত্তর, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদি ও সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যা পড়তে হয়।

শুধু তা-ই নয়, শব্দর অর্থ সঠিকভাবে না জানলে নিজের ভাষার কোনো কিছু বলতে, লিখতে, বুঝতে ও প্রশ্নোত্তর শিখতে সমস্যা পড়তে হয়। কাজেই এসো, শুরুতে এই কবিতায় ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেওয়া যাক।

প্রশ্ন: শব্দগুলোর অর্থ শিখে খাতায় লেখো।

মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা।

উত্তর:

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

মুগ্ধ বিমোহিত, আনন্দিত

ঊর্মি নদী ও সাগরের ঢেউ

ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো

স্রোতস্বিনী নদী

বাহার সৌন্দর্য

স্বর্ণলতা সোনালি রঙের বুনোলতা।

প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।

মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর,

ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।

উত্তর:

মুগ্ধ—লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।

ঊর্মি—ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।

স্রোতস্বিনী—পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।

সমুদ্দুর— সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।

বাহার— শাকেরের জামাকাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।

সাগর— সাগরতীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।

ঝরনা— সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।

প্রকৃতি— প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।

প্রতিধ্বনি— মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলছে।

স্বর্ণলতা— মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।

পাহাড়— পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।

মধুর— আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।

প্রশ্ন: শব্দগুলো সমার্থক শব্দ লেখো।

বিমোহিত, সাগর, ঊর্মি, ফুল, নদী, পাখি, পাহাড়, গাছ।

উত্তর:

প্রদত্ত শব্দ সমার্থক শব্দ

বিমোহিত— আনন্দিত, মুগ্ধ

সাগর— সমুদ্র, সমুদ্দুর

ঊর্মি— ঢেউ, তরঙ্গ

ফুল— পুষ্প, কুসুম

নদী— স্রোতস্বিনী, তটিনী

পাখি— বিহঙ্গ, পক্ষী

পাহাড়— গিরি, শৈল

গাছ— বৃক্ষ, তরু।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.