![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটি কে রচনা করেছেন?
ক. আহসান হাবীব খ. লুৎফর রহমান রিটন
গ. লুৎফর রহমান সরকার ঘ. সুকুমার রায়
উত্তর: খ. লুৎফর রহমান রিটন
২. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর
উত্তর: গ. সাগর
৩. বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে?
ক. প্রতিধ্বনি খ. প্রতিচ্ছবি গ. প্রতিরোধ ঘ. প্রতিশব্দ
উত্তর: ক. প্রতিধ্বনি
৪. ‘বাহার’ অর্থ কী?
ক. বিমোহিত খ. আনন্দিত গ. সৌন্দর্য ঘ. খুশবু
উত্তর: গ. সৌন্দর্য
৫. পাতা ও স্বর্ণলতা কার গানে মুগ্ধ হচ্ছে?
ক. ঝরনার খ. গাছের গ. পাহাড়ের ঘ. প্রজাপতির
উত্তর: খ. গাছের
৬. দোয়েল কোয়েল ময়না কোকিল সব পাখিরই কী আছে?
ক. গান খ. সুর গ. ছন্দ ঘ. কলতান। উত্তর: ক. গান
৭. সবার প্রাণ কীভাবে মুগ্ধ হয়?
ক. পাখির ওড়াউড়ি দেখে খ. পাখির গানে ও সুরে
গ. কাকের কা কা ডাক শুনে
ঘ. সবুজ টিয়ে পাখি দেখে।
উত্তর: খ. পাখির গানে ও সুরে।
৮. ‘বাতাসে তার প্রতিধ্বনি/ গ্রীষ্ম-বর্ষা-শীতে।’ কার প্রতিধ্বনি?
ক. সাগরের খ. পাহাড়ি ঝরনার
গ. ঝোড়ো বাতাসের ঘ. পাখির গানের।
উত্তর: খ. পাহাড়ি ঝরনার।
৯. ছন্দ ও সুরে প্রজাপতি কার সঙ্গে কথা কয়?
ক. ফুলের সঙ্গে খ. পাতার সঙ্গে
গ. গাছের সঙ্গে ঘ. ফলের সঙ্গে।
উত্তর: ক. ফুলের সঙ্গে।
১০. সাগর নদীর ঊর্মিমালার মন ভোলানো সুর। —এখানে ঊর্মি অর্থ কী?
ক. ঢেউ খ. স্রোত গ. পানি ঘ. তীর
উত্তর: ক. ঢেউ।
১১. ‘স্রোতস্বিনী’ শব্দের অর্থ কী?
ক. সাগর খ. পাহাড় গ. নদী ঘ. ঝরনা
উত্তর: গ. নদী।
১২. ‘ঊর্মিমালা’ অর্থ কী?
ক. ঢেউ খ. ঢেউসমূহ গ. সাগরের জল ঘ. স্রোত
উত্তর: খ. ঢেউসমূহ।
১৩. ‘মুগ্ধ’ শব্দের অর্থ কী?
ক. আনন্দিত খ. মুখে মধু মাখানো
গ. মুখ ধোয়া ঘ. মুখের গন্ধ
উত্তর: ক. আনন্দিত।
১৪. ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৭১ খ. ১৯৫২ গ. ১৮৫৭ ঘ. ১৯৪৭ সালে।
উত্তর: খ. ১৯৫২ সালে।
©somewhere in net ltd.