![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংকল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতার ওপর বিস্তারিত আলোচনা করব।
এ কবিতাটি রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নামে পরিচিত আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬)। তাঁর জন্মস্থান পশ্চিমবঙ্গের আসানসোল—বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙেফুল ইত্যাদি। শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের অনেক উদ্দীপনামূলক ও প্রেরণামূলক কবিতার অন্যতম আমাদের আজকের আলোচ্য কবিতা ‘সংকল্প’। এই কবিতায় কবি অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল ব্যক্ত করেছেন।
মূলভাব: কিশোরের মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মৃত্যুকে বরণ করে। সে জানতে চায় ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ়প্রতিজ্ঞ—বদ্ধঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীটা ঘুরেফিরে দেখবেই।
কবি পরিচিতি ও ‘সংকল্প’ কবিতার মূলভাব জেনেছি, এবার এসো কিশোর মনের অদম্য কৌতূহলসমৃদ্ধ ‘সংকল্প’ কবিতায় ব্যবহূত কয়েকটি শব্দের অর্থ, বাক্যরচনাসহ নমুনা প্রশ্নোত্তর দেখা যাক।
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
সংকল্প, যুগান্তর, দেশান্তর, বরণ, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোকে, অচিনপুর
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সংকল্প প্রতিজ্ঞা, তীব্র ইচ্ছা
যুগান্তর এক যুগের পর আরেক যুগ
দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ
বরণ কোনো কিছু সাদরে গ্রহণ
ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো
জিনিস উদ্ধার করে আনে
দুঃসাহসী অত্যধিক সাহসী
চন্দ্রলোক চাঁদের দেশ
অচিনপুর অচেনা জায়গা।
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
ফেড়ে, কিসের নেশায়, বরণ, ডুবুরি, মরণ যন্ত্রণা, বিশ্বজগৎ, সেঁচে, স্বর্গ
উত্তর:
ফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেঁড়ে নিল
কিসের নেশায় কিসের নেশায় রহিম এমন ছোটাছুটি
করছে, কেউ জানে না
বরণ পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে
বরণ করে নিই
ডুবুরি ডুবুরিরা মেঘনা নদীর গভীর
তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার
করেছে
মরণ-যন্ত্রণা সাহসী ব্যক্তি মরণ-যন্ত্রণাকে ভয় পায়
না
বিশ্বজগৎ কবি বিশ্বজগৎ আপন হাতের মুঠোয়
পুরে দেখতে চান
সেঁচে ডুবুরিরা পানি সেঁচে মুক্তা আহরণ
করে
স্বর্গ স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে
থাকলে জীবনে কারও উন্নতি হয় না।
©somewhere in net ltd.