নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবনের প্রাণী: বিপরিত শব্দ: এক কথায় প্রকাশ: প্রশ্নোত্তর

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।



প্রচুর, দক্ষ, স্থানীয়, দেশি, শেষ, ধ্বংস, বিঘ্ন, খাদ্য

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ

প্রচুর অপ্রচুর

দক্ষ অদক্ষ

স্থানীয় অস্থানীয়

দেশি বিদেশি

শেষ শুরু

ধ্বংস সৃষ্টি

বিঘ্ন নির্বিঘ্ন

খাদ্য অখাদ্য।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।

যা লোপ পেয়েছে, যার মূল্য নির্ধারণ করা যায় না, যা প্রয়োগ করা যায়, শাস্তি পাওয়ার যোগ্য, যা করা প্রয়োজন, যা নিষেধ করা হয়েছে।

উত্তর:

যা লোপ পেয়েছে — অবলুপ্ত

যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য

যা প্রয়োগ করা যায় — প্রযোজ্য

শাস্তি পাওয়ার যোগ্য — দণ্ডনীয়

যা করা প্রয়োজন — কর্তব্য

যা নিষেধ করা হয়েছে — নিষিদ্ধ

প্রশ্ন: ক্যাঙ্গারু কোথায় দেখা যায়?

উত্তর: প্রাণীজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙ্গারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এ প্রাণীটি দেখা যায়। এদের চারটি পা, কিন্তু পেছনের দুই পা বড় আর সামনের দুই পা ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙ্গারু হাঁটাচলা করতে পারে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুকের নিচে একটা থলিতে এরা তাদের বাচ্চা রাখে। বিচিত্র প্রাণী ক্যাঙ্গারুর কথা বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।

প্রশ্ন: সুন্দরবনে কি গণ্ডার পাওয়া যায়?

উত্তর: প্রাণীজগতের আরেক বিস্ময় গণ্ডার। এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটা শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে অর্থাৎ প্রায় পৌনে তিনশ বছর আগে, সুন্দরবনে গণ্ডারের সংখ্যাধিক্য ছিল। কিন্তু সেই গণ্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি—সবাই মিলে ক্রমান্বয়ে এদের বংশ ধ্বংস করেছে। বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষ গণ্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গণ্ডার সম্পূর্ণভাবে অবলুপ্ত।

প্রশ্ন: বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়?

উত্তর: ডাঙায় বাস করে, এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বড় প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়।

প্রশ্ন: শকুন কীভাবে মানুষের উপকার করে?

উত্তর: ক্রমেই নিশ্চিহ্ন হতে চলেছে, এমন প্রাণীদের মধ্যে আছে শকুন। এরা নানাভাবে মানুষের উপকার করে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা এরা খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। ফলে শকুন সত্যিকার অর্থে মানুষের অনেক উপকার করে।

প্রশ্ন: প্রদত্ত বাক্য দুটি পড়ো এবং দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো।

মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না।

উত্তর:

নির্বাচিত শব্দ পদ

ক্ষতিকর বিশেষণ পদ

শকুন বিশেষ্য পদ

সে সর্বনাম পদ

খেয়ে ফেলে ক্রিয়া পদ

ছাড়া অব্যয় পদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.