নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

নারী ও ইসলাম

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

ইসলামে নারীদের কেমন চোখে দেখে ?♦ একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যারঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর বরকতময়"।♦ নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় ''যে তারমেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়েদেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"♦ নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষইসর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।♦ নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ারদৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ।এমনকি স্ত্রীকে আদর করে মূখে একলোকমা খাবার তুলে দেয়াও"।♦ নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায়যে নারী মারা যায় সে শহীদের মর্যাদাপায়"।♦ নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদতলে সন্তানের বেহেশত"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.