নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
আল-কায়েদা সমর্থিত স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইএসআইএল এক অডিওবার্তায় তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার ভোরে আইএসআইএলের ওয়েবসাইটে এই অডিওবার্তটি প্রকাশিত হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে অনুরোধ জনিয়েছিলেন তা প্রত্যাখ্যান করা হয়েছে। বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইসআইএলের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ড্রোন ও বিমান হামলার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী মালিকি। কিন্তু যুক্তরাষ্ট্র তার এ অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা ইরাকের আভ্যন্তরীণ জটিলতায় নিজেদের যুক্ত করবে না। এদিকে আইএসআইএলের মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি এক ভিডিওবার্তায় তার যোদ্ধাদের বাগদাদের দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন,‘ কিছুক্ষণের মধ্যেই বাগদাদ ও কারবালা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। কাজেই তোমরা এজন্য প্রস্তুত হও।’ আদনানি তার গেরিলা গোষ্ঠীকে বলেছেন, ‘শত্রুর প্রতি সদয় হইও না; আসল যুদ্ধ এখনো শুরু হয়নি-মূল যুদ্ধ হবে বাগদাদ ও কারবালায়।’ ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিরও সমালোচনা করেন আদনানি। ইরাকের মসুল শহরসহ উত্তর ও মধ্য-উত্তরাঞ্চল দখল করার একদিন পর বাগদাদ দখলের ঘোষণা দিল আইএসআইএল। মসুল শহর দখলের কারণে সেখানকার অন্তত পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে ইরাকী কুর্দি বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। কুর্দি মুখপাত্র জব্বার ওয়ার রয়টার্সকে জানান, কিরকুকে এখন কোনো ইরাকি সেনা চোখে পড়ছে না।
২| ১৩ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৭
হেডস্যার বলেছেন:
মধ্যপ্রাচ্যের ইরাক ইরান সিরিয়ার মত আবালচোদ পাব্লিকের কাম কাজ দেইখা হাইসা বাচি না...
৩| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১
ওয়েলকামজুয়েল বলেছেন: দুঃক্ষিত স্যার
মাঝে মাঝে মোবাইলে চালাই তাই এই সমস্যা
৪| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
ওয়েলকামজুয়েল বলেছেন: পশ্চিমা বিশ্ব নিজেদের প্রয়োজনে এদের তৈরী করে আবার প্রয়োজন ফুরালেই জঙ্গী অপবাদ দিয়ে আস্তাকুরে ফেলে দেয়।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:১৮
নিষ্কর্মা বলেছেন: আমেরিকার "মধ্যপ্রাচ্যে গণতন্ত্র" কায়েম করার খায়েশ মিটে গেছে। এইবারে দেখা যাক কি হয়। নতুন খেলাফত আসছে নাকি সেই অপেক্ষায় থাকলাম। আমাদের ছাগুদের প্রতিক্রিয়াও দেখার দরকার।