নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
সুন্নী বিদ্রোহী ইএসআইএল এবার ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে৷ বাগদাদে নিজেদের দূতাবাসে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র৷ বেশ কিছু দেশ দুতাবাস বন্ধ করে নিজেদের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে৷প্রায় বিনা প্রতিরোধে মসুলসহ কয়েকটি শহর দখলের পর বুধবার ভোরে বাগদাদের উত্তরাঞ্চলে বাইজি তেল শোধনাগারেহামলা চালিয়েছে আল-কায়েদার শাখা ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট' বা আইএসআইএল৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সালাহেদীন প্রদেশের এই শোধনাগার কয়েকদিন ধরে বন্ধ ছিল৷ কর্মীরা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থল ছেড়ে যাওয়ায় শোধনাগারটি বন্ধ রাখা হয়৷ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি এলাকা সুন্নি আইএসআইএল-এর দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান আগেই উদ্বেগ প্রকাশ করেছিল৷ ইরান, যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কিছু দেশ জানিয়েছে, মালিকি সরকারের চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা পাশে আছে৷যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সেনাবাহিনী পাঠিয়েছে৷ বাগদাদের পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় বেশ কিছু দেশ দূতাবাস বন্ধ করে দিয়েছে৷ যুক্তরাষ্ট্রের দূতাবাস এখনো খোলা৷ তবে সেখানে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে ২৭৫ জন সেনা সদস্যকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সরকার৷আক্রান্ত শহর এবং আশেপাশের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ছাড়ছেন৷ বিদেশিরাও প্রাণভয়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ ওদিকে ভারতের ৪০ জন নির্মাণ শ্রমিকের সন্ধান না পাওয়ায় ভারত সরকার উদ্বিগ্ন৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দীন জানিয়েছেন, ওই ৪০ জন নির্মাণ শ্রমিক আইএসআইএল দখলকৃত শহর মসুলেই ছিলেন৷ সব রকম চেষ্টার পরও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও ভারতের এক শীর্ষ দৈনিককে জানিয়েছেন তিনি৷ইরাক পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়৷ প্রতিদিন গড়ে ২৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে ইরাক৷ মধ্যপ্রাচ্যের এই দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি বিশ্ব রাজনীতি এবং পুঁজিবাজারেও বিরূপ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অনুমান৷
২| ১৮ ই জুন, ২০১৪ রাত ৮:০২
ওয়েলকামজুয়েল বলেছেন: যতদিন আমরা অন্যের তাবেদারী ছাড়তে না পারব ততদিন এইভাবেই চলবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
মাইরালা বলেছেন: কি অবস্থা হচ্ছে কি এসব