নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : যুদ্ধাপরাধীদের বিচার। শেষ হতে সময় লাগবে ১৪৫ বছর

২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৫৮

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে এ পর্যন্ত দায়ের করা ৫৭৭টি মামলা মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কাঠামো দিয়ে নিষ্পত্তি করতে লাগবে কমপক্ষে ১৪৫ বছর৷ এ কারণেই প্রয়োজন ট্রাইব্যুনাল এবং জনবল বাড়ানো৷আইনমন্ত্রী আনিসুল হক সংসদে জানান, সারা দেশে এ পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে ৫৭৭টি মামলা হয়েছে৷ এর মধ্যে ঢাকা বিভাগে ১১২, চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৬৬, খুলনায় ১৮৪, সিলেটে ৫০ এবং বরিশালে ৩০টি মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু এ সব মামলা তদন্ত ও নিষ্পত্তির কোন পর্যায়ে আছে তা জানাননি আইনমন্ত্রী৷২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইব্যুনাল গঠন করার পর থেকে এ পর্যন্ত মোট ন'টি মামলায় ১০ জনকে দণ্ড দেয়া হয়েছে৷ এর মধ্যে মাত্র একটি মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে৷ আর সাতটি মামলা আপিল বিভাগে রয়েছে৷ আপিল বিভাগে শুনানি শেষ হয়েছে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার৷ এটি রায়ের জন্য অপেক্ষমান আছে৷ দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত তিনজন: সাবেক জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান এবং চৌধুরী মঈনুদ্দিন পলাতক থাকায় তাঁর হয়ে আপিল করা হয়নি৷



অবশেষে ফাঁসি



৪৮ ঘণ্টা ধরে নানা নাটকীয় পরিস্থিতির পর ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়৷ এর আগে মঙ্গলবার রাতে তার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও শেষ মুহূর্তে বিচারকের নির্দেশে তা স্থগিত হয়৷ মোল্লাকে এভাবে ফাঁসি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, জার্মানি সহ অন্যান্যরা৷12345678910ট্রাব্যুনালে এখন তিনটি মামলার বিচার চলছে৷ এই তিনটি মামলার আসামি হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সোবহান এবং সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার৷ মঙ্গলবার মতিউর রহমান নিজামীর রায় না হওয়ার এখন সেটা রায়ের জন্য অপেক্ষমান আছে৷ এছাড়া ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা আরো তিনিটি মামলার তদন্ত করছে বলে জানা গেছে৷ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রাণা দাসগুপ্ত ডয়চে ভেলেকে জানান, ‘‘একটি ট্রাইব্যুনাল বছরে সর্বোচ্চ দুটি মামলার বিচার কাজ শেষ করতে পারে৷ সেই হিসেবে দুটি ট্রাইব্যুনালের পক্ষে বছরে চারটির বেশি মামলার নিষ্পত্তি সম্ভব নয়৷ ট্রাইব্যুনাল গঠনের পর গত চার বছরে নয়টি মামলার নিষ্পত্তি করেছে দু'টি ট্রাইব্যুনাল৷''তিনি বলেন, ‘‘যদি গাণিতিক হিসাব করা হয়, তাহলে যুদ্ধাপরাধের ৫৭৭টি মামলা ট্রাইব্যুনালের নিষ্পত্তি করতে কমপক্ষে ১৪৫ বছর লাগবে৷'' তবে বাস্তবে এই সময় আরো বেশি হবে বলে জানান তিনি৷ কারণ মামলার বিচারে আসার আগে তদন্তসহ আরো কাজ রয়েছে৷রাণা দাসগুপ্ত জানান, দুই ট্রাইব্যুনালে এখন ১৭ জন প্রসিকিউটর এবং চারজন বিচারক আছেন৷ তাঁর কথায়, ‘‘ট্রাইব্যুনালের সংখ্যা এখন বাড়ানো দরকার৷ ভালো হতো যদি প্রত্যেক বিভাগে ট্রাইব্যুনাল খোলা যেত৷ কিন্তু ট্রাইব্যুনালের বিচারকরা যেহেতু হাইকোর্টের বিচারক, তাই বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল করা সম্ভব নয়৷''ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী সানাউল হক ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরাও মনে করি এতগুলো মামলার তদন্ত শেষ করতে বছরের পর বছর লাগবে৷ কারণ তাদের মাত্র ১৪ জন তদন্ত কর্মকর্তা আছেন৷'' তিনি বলেন, এ জন্য তারা লোকবল চেয়ে আবেদন করেছেন৷ লোকবল হিসেবে ২৭৯ জনের জন্য অনুমোদন দেয়া হয়েছে৷ তাই তাদের নিয়োগ দেয়া হলে তদন্তে গতি আসবে৷তবে সানাউল হক মনে করেন, ‘‘৫৭৭টি মামলার প্রাথমিক তদন্ত শেষ করতে পারলে তাঁরা বুঝতে পারবেন আসলেই কত সময় লাগবে৷'' তাঁর ধারণা, ‘‘এর মধ্যে বেশ কিছু মামলা প্রাথমিক পর্যায়েই বাতিল হয়ে যাবে৷ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন এবং বিচারের প্রয়োজন পড়বে না৷''তিনি জানান, ট্রাইব্যুনাল গঠনের পর থেকে গত চার বছরে তাঁরা ৩০টি মামলার তদন্ত করেছেন৷ এবার নতুন লোকবল পেলে সব মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চূড়ান্ত তদন্তের জন্য তালিকা করবেন৷ সানাউল হকের কথায়, প্রাথমিক তদন্তের শেষ করলে বোঝা যেত টাইব্যুনালের সংখ্যা আসলে কতটা বাড়ানো দরকার৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.