নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

খালেদ মেশাল দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করেছেন : ইসরাইলি বিশেষজ্ঞ

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

ইসরাইলি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ইউয়োসি মেলম্যান জানিয়েছেন, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধঅন খালিদ মেশাল কাতার থেকে ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধটি অত্যন্ত ‘আত্মবিশ্বাস’ ও ‘ধৈর্য’সহকারে পরিচালনা করেছেন।শুক্রবার মারিভ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে মেলম্যান জানিয়েছেন, বিশেষজ্ঞরা মেশালকে ক্যারিশমেটিক নেতা হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত সিরিয়াস চরিত্র আর তাই তিনি ইসরাইলের জন্য মারাত্মক ভীতির উৎস। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য এই ভীতি সৃষ্টি করেছেন যে যেকোনো চুক্তি হলে তাতে ইসরাইলের বিরুদ্ধে হামাসের জয় হিসেবে প্রতিফলিত হতে পারে।মেলম্যান আরো বলেছেন, ১৯৯০-এর দশকের শেষ দিকে গুপ্তহামলা থেকে রক্ষা পেয়েছিলেন মেশাল। তারপর শীর্ষ হামাস নেতা ও প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন নিহত হওয়ার পর তিনি তার অবস্থান সুসংহত করেন। তিনি এরপর হামাসের লৌহমানবে পরিণত হন।তিনি বলেন, মেশাল যেভাবে বর্তমান যুদ্ধ পরিচালনা করছেন, তাতে মনে হয় তিনি তার লক্ষ্য অর্জনে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।তিনি বলেন, ‘ইসরাইল আম্মানে বিষ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা চালানোর পর বিষপ্রতিষেধক প্রদান না করলে কী হতো? হামাস কি বর্তমান যুদ্ধ পরিচালনা করতে পারত? তাকে ছাড়া এবং তার মতো দৃঢ়চেতা নেতা না থাকলে কি হামাস এ ধরনের যুদ্ধ করতে সাহস পেত?ইসরাইলি পত্রিকাটি জানায়, ইসরাইল যে ১০ হামাস নেতাকে হত্যার তালিকা করেছিল, তার মধ্যে মেশালও ছিলেন।এদিকে কায়রোতে ইসরাইল ও হামাস টেকসই যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো সমাধান এখনো দৃষ্টিগোচর হচ্ছে না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আসলে বুঝিনা আরব বিশ্ব নিরব কেন ?

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৪

ওয়েলকামজুয়েল বলেছেন: আমাদের দেশের শাসকদের মতো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কারন তারা পশ্চিমা শাসকদের হাতে জিন্মি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.