নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্রের অবরোধ

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

ভাষাগত অপরাধে ক্ষমা প্রার্থী

নির্বাচনের আগে সময় থাকতে কাজ করতে পারেনাই , বিএনপি এখন আসছে এটা প্রমান করতে যে তারা বিলুপ্ত হয়ে যায় নাই ! আম্লীগ যখন > 10% ম্যান্ডেট নিয়া সরকার গঠন করলো , তখন এই হিজরারা কার আটি বাধার কাজে ব্যাস্ত ছিলো ? আজকের এই অবরোধ কর্মসূচীর ভবিষ্যৎ কি ? দেশে কিছু অরাজকতা হবে , রাস্তায় গাড়ি পোড়ানো হবে , গাড়ির ড্রাইভার-হেল্পারদের মতো কিছু খেটে খাওয়া মানুষ পুরে মারা যাবে , গোলাগুলির মাঝখানে পড়ে কিছু নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের প্রান যাবে - যাদের সকাল হলেই জীবিকার খোজে রাস্তায় বেরোতে হয় ; যাদের রাজনীতি নিয়ে কোন মাথাব্যাথা নাই । কিন্তু এতে দুই নেত্রীর কিছু আসে-যায় না । কারন একজন বালুর ট্রাক দিয়ে ঘেরা ছয়স্তরের নিরাপত্তা বেষ্টিত গুলশানে নিজ কার্যালয়ে বসে অবরোধ কর্মসূচী ঘোষনা করবেন , অন্যজন বঙ্গবন্ধু টেলিভিশনে ( BTV) ভাষন দিয়ে উন্নয়নের ফিরিস্তি শোনাবেন । মাঝখান থেকে পাবলিকের পশ্চাৎদেশে বাশ ঢুকবে আর এরশাদ কাক্কু গুনবেন কয়টা গিট ঢুকলো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.