নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

নিউ নাৎসি বাহিনী : এবার টার্গেট মুসলিম ?

১৯ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫

রিসেন্ট জার্মানিতে ইসলাম বয়কটের পক্ষে বিপক্ষে ব্যাপক সমাবেশ হচ্ছে।
হাজার হাজার মানুষ রাস্তায় নামতেছে।

বিষয়টা বেশ ভীতিকর। তবে বিষয়টার একটু ভেতরে গেলে দেখা যায়, সমস্যা বেশ জটিল। যতটা জটিল মনে হচ্ছে তাঁর চেয়েও জটিল।
জার্মানির ৩০% মত ক্যাথেলিক খ্রিস্টান, ৩২-৩৫% মত atheist ... ইসলাম একক ধর্ম হিসেবে আছে দ্বিতীয় অবস্থানে। ( যার মুল কারণ ইমিগ্রেশন। তুরস্ক থেকে যেমন একসময় প্রচুর মানুষ এসেছে, এখন আবার প্রচুর আসতেছে সিরিয়া থেকে রিফিউজি হয়ে )

তবে রিসেন্ট ইসলামোফোবিয়ার ব্যাপক প্রসারের পেছনে যেমন রাজণীতি আছে, তেমন অর্থণীতিও আছে।
জার্মানির অর্থনীতি সমগ্র ইউরোপের অর্থণীতির মতই বেশ চাপে আছে।
দেখুন, তেলের দাম কমে যাবার পেছনে অনেকগুলো কারণে এটাও একটি যে ইউরোপের উন্নতদেশগুলোর growth কমে গেছে। ফলে চাহিদা কমেছে।
( হা, এটা ঠিক যে জার্মানরা renewable energy নিয়ে ব্যাপক কাজ করতেছে, কিন্তু সেটা হিসাবে নিয়েও বলতে হয়, জার্মান অর্থনীতি চাপে আছে)
এটা মার্কিন মিডিয়া তেমনভাবে দেখায় না। যতটা রাশিয়ার অর্থণীতির নেতিবাচক দিক তারা ঘন্টা বাজিয়ে প্রচার করে।

ইউরোপের দেশগুলোতে যুবসমাজের ২০-৫০% করে গড়পরতায় বেকার। বেকার সমস্যা বাড়তেছে। সেইসাথে সিরিয়া, ইরাকের মত দেশ থেকে ইমিগ্রেন্টরা গিয়ে চাপ বাড়াচ্ছে। ফলে জার্মানদের আতে ঘা লাগতেছে।
আর Neo Nazi দল NPD এটারই ফায়দা নিচ্ছে। দিনদিন তাঁরা বড় হচ্ছে। Nationalist Democratic party (NPD) কে জার্মান চ্যান্সেলর পর্যন্ত বলেছেন, "anti Semitic and threat to constitution" হিসেবে।
হিটলারের Nazi পার্টির নিউ ভার্সন এই National socialist পার্টিটি...
হিটলারের সময়কার antisemitism এরমত এরা এখন মেতে আছে ইসলামোফোবিয়া নিয়ে।
এরা জার্মানি'কে ইসলামিকরনের বিপক্ষে। মোট কথা, ইসলাম তাঁদের কালচার'কে নষ্ট করবে, এটাই তাঁদের বিশ্বাস। সুতরাং মুসলিম হটাও।

NPD বেশ প্রভাবশালীও হয়ে গেছে। কেবল জার্মান পার্লামেন্টেই নয়, এমনকি EU পার্লামেন্টেও সিট পাচ্ছে তাঁদের লোক। Udo voigt নামের এক Neo Nazi খোদ EU পার্লামেন্টের Human rights committee তে সদস্যপদ পেয়েছেন।
কাজেই অতীতে জার্মানি NPD এর মত উগ্রবাদী Socialist Reich party আর German communist party ষাটের দশকের দিকে সফলতার সাথে নিষিদ্ধ করতে পারলেও, NPD পার্টির কিছুই করতে পারতেছেনা।

কেবল জার্মানি না, সমগ্র ইউরোপেই নিও নাৎসিরা শক্তি অর্জন করতেছে। সেটা গ্রিসের Golden Dawn পার্টির উত্থান বা বুলগেরিয়ার right wing পার্টি থেকে স্লোভাকিয়ার neo nazi গভর্নর নির্বাচন পর্যন্ত।
আর এদের মুল লক্ষ হবে মুসলিম সম্প্রদায়।
(এবার আর ইহুদিদের গায়ে হাত দেবার সাহস হবে না

ভ্লাদিমির পুতিন রিসেন্ট Neo Nazi উত্থান নিয়ে অনেক মন্তব্য করলেও সেগুলো তেমন গুরুত্ব অন্তত পশ্চিমারা দেয় নি। ইউক্রেনে যেমন নিও নাৎসি বা উগ্রপন্থীর উত্থান দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে লাতভিয়া থেকে শুরু করে অন্যান্য বালটিক দেশগুলোতে।

সামনে মধ্যপ্রাচ্যে আইসিসের মত দলের কর্মকান্ড যত বাড়বে, তত ইউরোপে মুসলিম ইমিগ্রেন্ট বাড়বে। যত ইসলামের নামে জঙ্গি হামলা বাড়বে, তত পশ্চিমাবিশ্বে ইসলামের বিরুদ্ধে সেন্টিমেন্ট তৈরি করা সহজ হবে।
আর Neo Nazi দের রাজণীতির মুলমন্ত্রই এটা যে কাউকে ঘৃণা করতে শেখাও। নিজেকে সুপিরিয়ন ভাবো। এবং শত্রু চিহ্নিত করে শত্রুর বিপক্ষে নিজেরা এক হও। নিজেদের জাত অক্ষত রাখতে ...
দেখা যাক, সামনে কি হয়...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

সরদার হারুন বলেছেন: নিজের মাথাবেদনায় ভুগি অন্যের সমস্যা বোঝার সময় নেই।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

এসব চলবে না..... বলেছেন: যত কথাই বলেন, সব সমস্যা তৈরির ভুমিকায় আমরা মুসলমানেরাই। এমন রাস্তায় ইসলাম কায়েম করতে যাচ্ছি যে খালি শত্রুই বাড়ছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

রহস্যময় ফয়সাল বলেছেন: গত কয়েকদিনে ফ্রান্সে ২০/২৫ টা মসজিদ পোড়ানো বা বন্ধ করা হইসে!

অথচ মিডিয়ায় আসেনি, আমি আমার এক ফ্রান্স প্রবাসী বন্ধুর কাছ থেকে জানলাম। :o

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.