নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
মাননীয় প্রধানমন্ত্রী !
আপনি একজন মা হয়ে বেগম জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে তার বাড়ির গেইট থেকে ফিরে এসেছেনI এর জন্য আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন I শুধু আপনি কেন ? আমরা ১৬ কোটি মানুষও লজ্জিতI একটি দেশের প্রধানমন্ত্রীর জন্য সাধারণ একজন নাগরিকের বাড়ির দরজা বন্ধ থাকে I (সাধারণ বলছি এজন্য যে , তিনি কিন্তু এখন বিরোধী দলীয় নেতাও নন)আসলে পৃথিবির ইতিহাসে এমন ঘটনা বিরলI আপনি যেমন কষ্ট পেয়েছেন, ঠিক আপনার প্রতিও কিন্তু সেই মানুষটির অনেক কষ্ট লুকিয়ে আছে I যেমন ,
একজন স্বামী হারা স্ত্রীকে যখন তার স্মৃতি বিজড়িত ক্যান্টনমেনন্টের বাড়ি থেকে খালি হাতে বের করে দিলেনI
রাতের আধারে তার স্বামীর নামটা মুছে দিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নামটা পরিবর্তন করে দিলেনI
একটা মায়ের সন্তানকে আপনি কুসন্তান বলে আখ্যায়িত করলেন .. I
তার স্বামী একজন মহান বীর মুক্তিযোদ্ধা হওয়া স্বত্তেও পাকিস্থ ানের চর বলে ঘোষণা করলেনI
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ কবর থেকে তুলে এনে বিচার করতে চাইলেনI
মায়ের কাছ থেকে দুটো সন্তানকে দুইদেশে রেখে তাকে একাকী জীবন কাটাতে বাধ্য করলেনI
জীবিত ছেলের মুখ দেখতে না পেরে তার লাশ দেখতে হলোI
বেগম জিয়ার দিলে নাকি পাকিস্থানে পেয়ার হ্যায় !তাকে পাকিস্থান চলে যেতে বললেনI
আপনি তাকে দুই দুইবার বাড়ির গেটে তালা মেরে রাখলেন I ঘর থেকে বাহির হতে দিলেন নাI
বাড়ির সামনে ইট বালুর ট্রাক ফেলে রাখলেন I
আপনার পুলিশ বাহিনী দিয়ে পেপার স্প্রে মেরে তাকে অসুস্থ করে দিলেন I
আমি মনে করি , আপনাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি এটা হয়ত তার সিদ্ধান্ত ছিল নাI কারণ সন্তানহারা একজন মা সেই সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না I এটা হয়তো তার আশে পাশের কোনো নেতৃবৃন্দ করেছেন I তারপরও কিন্তু সুস্থ হবার পর মিডিয়ায় দেখলাম তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন I
আপনি দেখা করে সমবেদনা জানালেই সকল সমস্যার সমাধান হবেনা I আমরা জনগণ আসা করি , আপনাদের দেখা হবে দেশের সমস্যা সমাধানের জন্য I সমবেদনার জন্য নয় ...
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
ওয়েলকামজুয়েল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
রাজা মশাই বলেছেন: একজন ভাল ব্লগার একটি বিষয়েল ভাল খারাপ দুইটি বিষয়ই কুব যুক্তি দিয়ে ব্যাখ্যা করেন। যেটা আপনিও করেছেন। অনেক ভাল লাগল।