নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

জরুরী অবস্থা কি আসন্ন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

বিগত চার দশকে বাংলাদেশে জরুরী অবস্থা জারী হয়েছে চারবার। বিগত শতকের শেষ দশক ছাড়া প্রতিটি দশকই একটি করে জরুরী অবস্থার সম্মুখীন হয়েছে। কাকতালীয়ভাবে একটি ছাড়া প্রতিটি জরুরী অবস্থাই জারী হয়েছে শীতকালে।

স্বাধীনতার পর নির্বাহী ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের লিখিত পরামর্শে প্রথম জরুরী অবস্থা জারী করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর। এই জরুরী অবস্থার কারণ ছিলো দেশে চলমান দুর্ভিক্ষ এবং জাসদের সামরিক শাখা গণবাহিনীর নেতৃত্বে দেশজুড়ে সশস্ত্র বামপন্থী বিদ্রোহের তীব্রতা বেড়ে যাওয়া।

দ্বিতীয় জরুরী অবস্থা জারী করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ১৯৮১ সালের ৩০ মে। এই জরুরী অবস্থার কারণ ছিলো চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবুল মনযুরের তথাকথিত বিদ্রোহ।

তৃতীয় জরুরী অবস্থা জারী করেন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, ১৯৯০ সালের ২৭ নভেম্বর। নিজের পতনের মাত্র ৯ দিন আগে এরশাদ এই জরুরী অবস্থা জারী করেছিলেন তাঁকে উৎখাতের জন্য চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে।

চতুর্থ জরুরী অবস্থা জারী করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমদ, ২০০৭ সালের ১১ জানুয়ারী। ঘোষিত একদলীয় নির্বাচন বাতিলের দাবীতে আন্দোলনরত আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর চাপে প্রেসিডেন্ট ইয়াজউদ্দীন এই জরুরী অবস্থা জারী করতে বাধ্য হন।

অচিরেই আরেকটি জরুরী অবস্থা জারীর সম্ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে। মাঘ মাসের শেষে জারী হওয়া এই জরুরী অবস্থা হবে এই দশকের প্রথম (এবং আশা করি একমাত্র) জরুরী অবস্থা...!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৬

রামন বলেছেন: জরুরী অবস্থা জারী করা হলে সেটা সাংবিধানিকভাবে বৈধ। তবে দেশে এমন বিশাল কোনো অস্থিরতা,ভারসাম্যহীনতা, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় নাই যে এখনি মৌলিক অধিকার ছিনিয়ে নিতে হবে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১

সাঈফ শেরিফ বলেছেন: ঘোষিত একদলীয় নির্বাচন বাতিলের দাবীতে আন্দোলনরত আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর চাপে প্রেসিডেন্ট ইয়াজউদ্দীন এই জরুরী অবস্থা জারী করতে বাধ্য হন

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৮

শাহরীয়ার সুজন বলেছেন: ডাণ্ডা মারার সময় এসে গেছে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০২

হাসিব০৭ বলেছেন: এটাই ভাল, নিরাপদে তো চলতে পারব। থাকুক হাজার বছর

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

নিলু বলেছেন: মনে হয় জরুরী অবস্থার সৃষ্টি হবে না , তবে জরুরী পদক্ষেপ নিতে হতে পারে , লিখতে থাকুন

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩

বাড্ডা ঢাকা বলেছেন: হুম দেশের যে অবস্থা তাতে মনে হয় এরকমটাই প্রয়োজন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.