নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক রাজনীতি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

আজকাল বস্তুনিষ্ঠ খবর প্রচারমাধ্যমে নয়, বরং মানুষের মুখে মুখে ছড়ায়। আর এসব খবরে ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের প্রকাশ্য এবং ছদ্মবেশী সমর্থক কারো জন্যই কোন সুখবর নেই। গুলশানের দফতরে গ্যাস, পানি, দূরালাপন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপর পাল্টা অবরোধ জারী করেও চলমান সরকার উৎখাত অভ্যুত্থানের কোনরূপ হিল্লা করা গেছে বলে মনে হয়না। উল্টো এসব কর্মকাণ্ডের ফলে অবরূদ্ধ খালেদা জিয়া সম্ভবত তাঁর রাজনৈতিক জীবনে সবচেয়ে উঁচু অবস্হানে পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, যেদিন তিনি দফতর থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসবেন, সেদিন তিনি মামুলি একজন বিরোধী জোট নেত্রী নন, এমনকি ফিলিপাইনের কোরাজন অ্যাকুইনোও নন, বরং ইরানের আয়াতুল্লাহ খোমেনী বা কম্বোডিয়ার নরোদম সিহানুকের পর্যায়ে বরিত হবেন, অন্তত বিদেশী প্রচারমাধ্যমে।

বড় রসিয়ে রসিয়ে তখন প্রচার করা হবে তার দীর্ঘ তিন দশকের রাজনৈতিক জীবনের ঠিকুজি- গৃহবধু থেকে প্রধানমন্ত্রীত্বের পথে এরশাদ বিরোধী আন্দোলনের আপোষহীনতা থেকে শুরু করে গত মাস থেকে অবরুদ্ধ দিনগুলোকে। তাঁকে এই অনন্য উচ্চতায় আসীন করার পেছনে আওয়ামী লীগের দিশাহীন পদক্ষেপের কৃতিত্ব তখন কেউ দেবেনা।

অন্যদিকে দিনকে দিন অনেক নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিলেও সহসাই নতুন একটি নির্বাচনের সম্ভাবনা এখনো সুদূর পরাহত। যদি দৃশ্যপটে নতুন কোন ক্ষমতাধর গোষ্ঠীর আবির্ভাব ঘটেও, তারপরও নয়। এমনকি মুখে বললেও বিএনপি নিজেই এখনই একটি নির্বাচনে যাবার জন্য প্রস্তুত নয়। আন্দোলনের ডামাডোলে বিএনপির আভ্যন্তরীণ অনেক প্রসঙ্গই এখন ছাইচাপা পড়েছে। মহাসচিব মীর্জা আলমগীর জেলে। জানুয়ারীর প্রথমে প্রেসক্লাব থেকে তিনি গ্রেফতার হয়েছেন দলীয় সিদ্ধান্তের কারণেই। দলের আরো অনেক বড় নেতাই মামলা আর পরোয়ানার কারণে এই মুহূর্তে নির্বাচনে অংশ নেবার যোগ্যতা রাখেননা। এসব বিষয়ের আইনি ফয়সালাও বেশ কয়েক মাসের কাজ। তাছাড়া আর্থসামাজিক ও প্রশাসনিক অনেক প্রসঙ্গেরই আশু সমাধান ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবেনা...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.