নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
বাঙ্গালী জাতীর চেতনার অভাব নাই । ৫২ এর চেতনা , ৭১ এর চেতনা - আরও কত কী ! কিন্তু তিক্ত হলেও সত্য এটাই যে এই জাতীর চেতনা ছাড়া আর কিছুই নাই , সেটাও আবার জাগ্রত বছরের বিশেষ বিশেষ দিনে । মাথামোটা পাকিরা এই চেতনায় চেতিত বাঙ্গালী জাতীকে গদা মেরে উর্দু ভাষা গেলানোর চেষ্টা করে কিন্তু পারেনি । মোটাবুদ্ধির পাকিস্তানিরা কর্মের কারনে ৫২ ও ৭১ এ ভিলেনের তকমা পায় । অথচ ইন্ডিয়ানরা গান , মুভি , সিরিয়ালের সাথে হিন্দি ভাষা মিশিয়ে শরবত বানিয়ে খাওয়ালে বাঙ্গালী জাতীর চেতনা খাড়া হয় না কারন সেটা অমৃত । ইন্ডিয়ান সাংস্কৃতিক ও ভাষাগত আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দেয়া তো দুরে থাক সচেতন ভাবে এড়িয়ে চলার প্রবনতাও ভাষার চেতনায় চেতিত বাঙ্গালী জাতীর মাঝে দেখা যায় না । বছরের বিশেষ বিশেষ দিনে চেতনার নামে বাঙ্গালী জাতী যা করে সেটা ভন্ডামী ছাড়া কিছুই না।
ফুল ভাষা শহীদদের কি কাজে লাগবে তা আমার মাথায় ঢুকেনা!যায়হোক ভাই ফুল তো দিয়ে আসলেন.. এবার একটু বলেন তো-- তেজকুনিপাড়ার জীর্ণশীর্ণ বাড়িটিতে ভাষা শহীদ আবদুল জব্বারের আয় রোজগারহীন একমাত্র ছেলে বাদল কেমন আছে?বেদখল হয়ে যাওয়া ভাষা শহীদ আবদুল জব্বারের পৈত্রিক ভিটা কি সে উদ্ধার করতে পেড়েছে? অজো পাড়াগাঁয়ে ভাষা শহীদ আবদুস সালামের পরিবার কেমন আছে?শুনেছি খুবই সরু এবং ভঙ্গুর রাস্তার কারণে শহীদ আবদুস সালামের বাড়িতে অনেকেই যেতে চায়না।তার বাড়ির রাস্তাটা কি ঠিক হয়েছে?তাদের পরিবারের অর্থকষ্ট কি ঘুচেছে? লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে শহীদ মিনার ঢেকে ফেললেও শহীদ রফিকের মা কিন্তু অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারেননি।একবুক জ্বালা নিয়ে রোগে শোকে আক্রান্ত হয়ে তার মা রাফিজা খাতুন চিরবিদায় নেন।থাক সে কথা... রফিকের ভাই খোরশেদ আলম কি এখনও ছোট একটা চাকরীর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছে? শহীদ বরকতের পরিবারের কাছে গাজীপুরের ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরাফত আলী যে চাঁদা দাবী করেছিল সে চাঁদার টাকা কি তার পরিবার দিতে পেরেছে?
©somewhere in net ltd.