নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

কংগ্রেস শাসনামলের পররাষ্ট্রনীতি থেকে সত্যিই সরে এসেছে নয়া দিল্লী

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩১

গ্রেফতারী পরোয়ানা জারীর পরও খালেদা জিয়াকে গ্রেফতার না করা, ও আদালত কতৃক গুলশানের দফতর তল্লাশীর হুকুম জারীর পরও তা কার্যকরে গরিমসি, এবং বিগত দুই দিন যাবত রাজধানীতে হঠাৎ বেড়ে যাওয়া নৈরাজ্যের পেছনে সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অণুঘটকের ভূমিকা পালন করেছে।

আরো খেয়াল করলে দেখা যাবে, জাতিসংঘের তারানকো জুজু বিগত দুইতিন দিনে কিছুটা স্তিমিত হয়ে এসেছে। বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিকও যেন বাংলাদেশের ব্যাপারে অবিরাম বক্তব্য দেয়ার ফাঁকে কিছুটা জিরিয়ে নিচ্ছেন।

সেক্ষেত্রে ওয়াশিংটনে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত সুব্রাহ্মণ্যম জয়শংকরের এই তথাকথিত সার্ক যাত্রার বাংলাদেশ অংশটাকে নেহায়েত সৌজন্য সফরের পর্যায়ে দেখা যাচ্ছে না।

আমার এহেন অনুমান সত্য প্রমাণিত হবে, যদি ৪ তারিখ বখশীবাজারের আদালতে খালেদা স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন, এবং পরিস্থিতি আরো খানিকটা মজে গিয়ে থাকলে যদি নতুন কোন প্রসঙ্গের উন্মেষ ঘটিয়ে বেগম জিয়াকে গ্রেফতারের বিষয়টি চাপা দিয়ে দেয়া হয়।

তখন আরো প্রমাণিত হবে, কংগ্রেস শাসনামলের পররাষ্ট্রনীতি থেকে সত্যিই সরে এসেছে নয়া দিল্লী, এবং আমেরিকা ও ভারতের কার্যত যৌথ নুমায়েন্দা হিসেবে সুব্রাহ্মণ্যম জয়শংকর কতৃক বাংলাদেশের বিদ্যমান প্রশাসনের কাছে বাংলাদেশ সংকটের ব্যাপারে কোন না কোন বার্তা পৌঁছানো হয়েছে...!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ভারত পেছনের দিকে যাচ্ছে, এখন চাণক্য আমলের পররাস্ট্রনীতিতে ফিরে গেছে।

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪২

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: জটিল সমীকরণ..............

৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৬

ঢাকাবাসী বলেছেন: জটিল ব্যাপার স্যাপার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.