নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবাদী রাজনৈতিকদের কবল থেকে মুক্ত করো দেশ

২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৮

 বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ৫৫ হাজার বর্গমাইলের ছোট্ট একটি দেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ উর্বর ভূমি, নদ-নদী, সাগর-পাহাড়, বন-বনানীর অপরূপ প্রাকৃতিক শৈল্পিক ছোঁয়ায় অদ্বিতীয়। ১৬ কোটির বেশি মানুষ। এই ভূখ-ের মানুষের পরিশ্রম প্রিয়তা, দুর্যোগ মোকাবিলার হিম্মত, অটুট ঐক্যই সম্মুখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনন্য পাথেয়। আবহমানকাল থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি তুলনাহীন ভূখ-ের নাম। বাংলাদেশের তুলনা কেবল বাংলাদেশ। অযুত সম্ভবনার পরও বহুরূপী ষড়যন্ত্রের মারপ্যাচে পড়ে স্বদেশ এখন শ্মশানের পথে। সকল সম্ভাবনা তৈলাক্ত বাঁশে রূপায়িত হয়েছে। একপা এগুলো দু’পা পিছায়। সিংহভাগ মানুষের বোধ, বিবেক, বিশ্বাস ও মেজাজকে অদৃশ্য অপশক্তির অপঘাতে অবদমিত করে ধর্মনিরপেক্ষতার বিষফোঁড়া প্রচলন করতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে একটি পক্ষ। ব্যর্থ পুঁতিগন্ধময়  ধর্মনিরপেক্ষতাকে চাকচিক্যতা প্রদান করে সেটিকে ক্ষমতা লাভের সিঁড়ি বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার বাহন রূপে ব্যবহার করতে চায়! ক্ষমতা দখলের নীতিই যেখানে রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের জন্য দেশের জন্য রাজনীতি নয়; বরং নিজের ও পরিবারতন্ত্র কায়েমের জন্যই যেন রাজনীতি! সুশীল সমাজ দেশের অস্বস্তিকর পরিবেশের বিরুদ্ধে হক কথা বলতে চান। কিন্তু তারা হক কথার আশপাশে ঘোরাঘুরি করেন, শেষ পর্যন্ত হক কথা না বলাই থেকে যায়। হক কথা যারা বলতে চান তারা ক্ষমতান্ধদের জন্মের শত্রু। কাউকে জাগতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি কেউ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই অপশক্তি একসময় প্রতিবাদীকে গ্রাস করতে চায়। সময় থাকতে প্রতিবাদ করতে হয়। অধিকার আদায়ের কথা বলতে হয়। হাত-পা বাঁধা বন্দীদশা সময়ে চেষ্টা করেও কোন লাভ হবে না। তাই ছদ্মবেশীদের মুখোশ খুলে দিতে হবে জনসম্মুখে। এরা দেশ জাতি ও আগামী বিশ্বব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। 

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: ওয়েলকামজুয়েল ,




ধর্মনিরপেক্ষতা কখনও বিষফোঁড়া নয় । আপনার এই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে একমত হতে পারলুম না ।
তবে এটা ঠিক বলেছেন - "জনগণের জন্য দেশের জন্য রাজনীতি নয়; বরং নিজের ও পরিবারতন্ত্র কায়েমের জন্যই যেন রাজনীতি! " এই বক্তব্যের সাথে সহমত ।

২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

ওয়েলকামজুয়েল বলেছেন: ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সহ অবস্থান কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ধর্মহীনতাকেই বুঝায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.