নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
হে পাহাড়ের বাঙালীরা ! পাহাড় থেকে তোমাদের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।
এ পাহাড় তোমাদের জন্য নয়, ঐ পাহাড় অনেক আগেই চাকমা, মারমা, মগদের হয়ে গেছে। পাহাড় তো এখন বাংলাদেশের অংশই নয়, ওটা তো সন্তুর জুম্মল্যান্ড। তোমরা রোহিঙ্গা, প্যালেস্ট্যাইনী আর উইঘুরদের মত মূল্যহীন। তোমরা নিজ দেশেও পরবাসী, তোমরা হয়ে গেছো সেটেলার, তোমাদের কেউ দেখতে চায় না।
হে বাঙালী জাতি ! পাহাড় তোমাদের জন্য নয়। দেখো না, তোমাদের জন্য এক আইন, আর উপজাতিদের জন্য ভিন্ন। শিক্ষা-চাকুরীতে তোমাদের কোটা নেই, কিন্তু তাদের জন্য কোটা আছে। এমনকি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেও জুতো পেটা খেতে হয় তোমাদের। দেখো না, তাদের দাপোট কত ! ভয়ে সেনাক্যাম্প পর্যন্ত বসতে পারে না। জমি কেনার অনুমতিও তোমাদের নেই।
হে বাঙালী জাতি ! পাহাড় তোমাদের নয় কখনই। তোমরা যদি বাংলাদেশী হতে অবশ্যই কোন না কোন দেশি মিডিয়া তোমাদের পক্ষে দাড়াতো। কিন্তু তোমাদের পক্ষে কাউকে কখন দাড়াতে দেখলাম না। বরং মিডিয়ায় দেখলাম, উপজাতিদের ধর্ষণ করেই নাকি তোমাদের দিন কাটে, উপজাতি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াই নাকি তোমাদের জাতীয় কাজ। তোমরা আন্দালন করলে উপাধি পাও মোল্লা-জঙ্গী, আর তারা একে-৪৭ হাতে নিয়ে হয় বিপ্লবী। সাংবাদিক তাদের প্রশংসা করে বই লেখে, ‘বাংলাদেশে কবে হবে মাওসেতুং বাদ প্রতিষ্ঠা’।
হে বাঙালী জাতি ! পাহাড়ের আশা তোমাদের বাদ দিতে হবে। সন্তুর আগমণ এখন সরকারি পৃষ্ঠপোষতকায় হয়, কিন্তু তোমাদের বাধ্য করা হয় আন্দোলন তুলে নিতে। বঙ্গবন্ধু যাদের বাঙালী বানাতে চেয়েও পারেনি, তাদের এখন বাংলাদেশের মালিকানা দিয়ে দেওয়া হয়। তারা জারি করে স্ব-শাসন। মনে রাখবে, তিব্বতের মালিক এখন দালাইলামা, আর পাহাড়ের মালিক সন্তু লারমা। হে বাঙালী জাতি ! তোমরা যদি সত্যি পাহাড়ের অধিবাসী হতে, তবে বাকি ৬১ জেলার মানুষ কিছু হলেও তোমাদের নিয়ে মাথা ঘামাতো। কিন্তু কোথায় ? কখন তো দেখলাম না, তোমাদের নিয়ে বাংলাদেশের মানুষ ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছে ? ‘ক্রিকেট লেখায় বাংলাদেশ কয় রান করেছে’ এটা নিয়ে হাজার হাজার লাইক-স্ট্যাটাস পাই, কিন্তু তোমাদের নিয়ে একটা স্ট্যাটাসও তো চোখে পড়লো না ! তোমরা কি আদৌ বাংলাদেশী ? মনে হয় না।
©somewhere in net ltd.