নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
১ মে অনেক আগে থেকেই ছিলো পশ্চিমা বিশ্বের জন্য বসন্ত উৎসব এবং সরকারী ছুটির দিন। ১৮৮৬ সালের ৪মে দৈনিক ৮ঘন্টা শ্রমের দাবীতে যুক্তরাষ্ট্রের হে মার্কেটে মালিক-পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে ৭জন শ্রমিকের মৃত্যুর পর একটা আন্তর্জাতিক শ্রম দিবস করে শ্রমিকদের শান্তনা পুরষ্কার হিসেবে এক দিনের ছুটি দেয়ার প্রয়োজন দেখা দিল। একদিনের বাড়তি ছুটি! মালিক পক্ষের বিরাট অপচয়। তারচেয়ে এটাকে বসন্ত উৎসবের ছুটির সাথে সমন্বয় করা হোক! ছুটি কোন দিন থাকবে? ১ মে, না ৪ মে? বিরাট ঝামেলা। অনেক দিনের চর্চা এবং আরবান এলিটদের রীতি 'বসন্ত উৎসব'এর ছুটি খারিজ করে তাদের চটালে বিপদ। তাই শেষে সাব্যস্ত হলো ৪ মের শ্রমিক হত্যার ঘটনায় 'বিশ্ব শ্রমিক দিবস' এবং ছুটির দিনটা তিনদিন আগে ১মে তেই পালন করা হবে। বড়লোক পালন করবে 'বসন্ত উৎসব' আর গরিবরা 'শ্রম দিবস'!
কাহিনী হচ্ছে, ৮ ঘন্টার শ্রমের দাবী এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশে তো মোটেই না। বিভিন্ন কারখানায় আগুন, রানা প্লাজা হত্যাকাণ্ডের কথা তো আছেই কিছুদিন পরপর গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবীতে করা আন্দোলনে যত শ্রমিক মারা গেছে তাতে বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রম দিবস দিতে হলে অনেক দিনের ছুটিছাটা প্রয়োজন।
আমার কাছে রানাপ্লাজা হত্যাকাণ্ডের দিনটিই বাংলাদেশের শ্রমদিবস হিসেবে সবচেয়ে উপযুক্ত। যুক্তরাষ্টের মাত্র ৭জন শ্রমিক হত্যার জন্য আমরা যদি ৪মের স্থানে ১মে শ্রম দিবস পালন করতে পারি, তাহলে দিনটি আরেকটু পিছিয়ে নিয়ে ২৪ এপ্রিল কেন আমরা নিজেরাই জাতীয় শ্রম দিবস পালন করি না?
পহেলা মে বাংলাদেশের টিভি চ্যানেল ধরলে ফকির আলমগীরের গাওয়া 'নাম তার ছিল জন হেনরী' শুনে আমার মেজাজ গরম হতে থাকে। এই ব্যাটা এখনো পর্যন্ত স্বীকার করলো না যে মূল ইংরেজী ব্যালাড গানটা অনেকে গাইলেও [১] বাংলায় এই গানটা অনুবাদ, সূর এবং গায়কীর কারণে বিখ্যাত করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস এবং কোলকাতা ইয়থ কয়ার।[২] হেমাঙ্গ বিশ্বাসকে নকল করে এই ব্যাটা ফকির যখন গানটা গায় তখন কোন এক অজানা কারণে আমার মেজাজটা গরম হতে থাকে।
১/ https://youtu.be/Xaq0t9OQOd8
২/ https://youtu.be/_SXh_gPfZiQ
©somewhere in net ltd.