নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মফিজ

দেশকে ভালোবাসাই হলো একজন দেশ প্রেমিকের বড় লক্ষণ।

আমি মফিজ › বিস্তারিত পোস্টঃ

মিশরের অভাগ করা আইনের ফসল ১৩ জনকে হত্যার দায়ে ১৮০জনের মৃত্যু দন্ড।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

আজকে একটি নিউজশুনে আমি লাফিয়ে উঠলাম মিশরে ১৩ জনকে হত্যার দায়ে ১৮০জনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এটি কেমন আইন ১৮০ জন লোক কি প্রয়োজন হয় ১৩ জনতে হত্যা করতে? যাক এ বিষয়ে আমি আর কথা বাড়াবোনা। কারণ এ নিয়ে সুবিদাবাধী মানব সংগঠন গুলোর কেউ কেউ নাকি একটু আদটু কথা বলেছেন এর তিব্র নিন্দা জানিয়েছেন। এরকম অভাগ করা নিউজ শুনলে হয়তো আপনারও একটু খারাপ লাগবে, ইচ্ছে করবে সে দেশের আইন সম্পর্কে জানতে। আপনি জদি আইন বিষয়ে পড়াশুনা করেথাকেন তাহলে আপনি অবশ্যই অনেক দেশের আইন সম্পর্কে ধারনা রাখেন।
কিন্তু আমাদের দেশে রাজনৈতিক নামের মুখোস পড়া প্রানীগুলো প্রতিটি বছর রাজনৈতিক প্রতিহিংসার নামে কতজন সাধারণ লোকজনকে হত্যা করছে তার কি হিসেব আছে আপনার আমার কাছে? কিন্তু এই হত্যাকারীদের কি কখনো ফাসির অর্ডার হয়েছে? হ্যা হয়নি আমি নিস্চিত বলবো।জদিও পূর্বে হয়েথাকে তা সমন্ধে আমার স্পষ্ট ধারণা নেই আমার। রাজনৈতিক ব্যাক্তিদের প্রতি আমাদের মতো তরুন সমাজের ধিক্কার জানানো উচিত। কেননা কোন এক সময় আমার আপনার জীবন বাতি নিভে যেতেপারে এই রাজনৈতিক নামধারী হায়েনার ছোবলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.