নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মফিজ

দেশকে ভালোবাসাই হলো একজন দেশ প্রেমিকের বড় লক্ষণ।

আমি মফিজ › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলরদের ভালোবাসা দিবস পালন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

অতিবাহিত হলো ১৪ ফেব্রুয়ারী মহান .......... থুক্কু শুভ ভালবাসা দিবস। ভুল একটু হতেই পারে কারণ আমি ব্যাচেলর। X((:P:P:P:P:P:P:P:P:P
আপনি হয়তো প্রশ্ন করছেন, আমি সত্তি বলছিকিনা? হ্যা আমি ১০০% সত্যি বলছি। (বিঃদ্রঃ কেউ বাজে চিন্তা মাথায় নেবেন না।) আমি কেনো আমার মতো অনেকেই আছেন যাদের প্রথম প্রেমই হয়নাই। আবার এমন কেউ আছেন যাদের প্রেম ভেঙ্গে গেছে এখন ব্যাচেলর হিসেবে নিজেকে ভাবছেন। হ্যা আপনি ভাববেনইতো কেননা, আপনি রিয়েলী ব্যাচেলর। ক্যামন কাটালেন আপনার ১৪ ফেব্রুয়ারী ২০১৫ ? আসা করি বন্ধুবান্দবদের নিয়ে ভালোই কাটিয়েছেন। আমি ও খারাপ কাটাই নাই। রাত থেকেই অনেক বন্ধু মোবাইলে এসএমএস দিলো, কেউ দিলো ভ্যালেনটাইনস ডে এর আবার কেউ দিলো পহেলা ফাল্গুনের। বুঝতে হবে এর কারণ যে ব্যাচেলর সেই শুধু ভ্যালেনটাইনস এর এস এমএস দিসে বাকিরা ফাল্গুনের। আমিও তাদের রিপ্লাই দিলাম বাবা মা ভাই বোন দের ফোন করলাম এবং ভ্যালেনটাইনস এর শুভেচ্ছা যানালাম। সকাল হলো, ক্লাশ করার জন্য রওয়ানা দিলাম ক্লাশ শেষে বাসায় ফিরে ভাত খেয়ে ধুমচে এক ঘুম একদম সন্ধায় উঠলাম ফুফাতো ভাই সহ হাতিরঝিল হাটলাম প্রায় ১ ঘন্টা। ব্যাস রাত ৯টার দিকে বাসায় গিয়ে টিভিদেখলাম এবং খেয়ে একঘুম। সকাল হয়ে গেলো। ১৫ তারিখ আসলো শুরু হয়ে গেলো কর্মময় সপ্তাহ। এভারেই চলে গেলো ১৪ ফেব্রুয়ারী ২০১৫। তবে ভালোই কাটিয়েছি অনেক ভালো। আপনি ক্যামন কাটিয়েছেন? জানাবেন কিন্তু !!!!!!!!!!!:P:P:P:P:P:P:P:P:P:P:P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.